1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবোলার বিরুদ্ধে কঙ্গোর নিরন্তর লড়াই

৪ জুন ২০২০

গত ১৩ বছরে মোট সাতবার এবোলা সংক্রমণ ছড়িয়েছে কঙ্গো ডেমোক্র্যাটিক রিপাবলিকে৷ তবে যথাযথ প্রস্তুতি নেয়ায় এবার বেশি ছড়াতে পারেনি৷ স্বাস্থ্য মন্ত্রনালয়ের দাবি, সে দেশে এবোলায় এ বছর মারা গেছেন মাত্র চার জন৷

https://p.dw.com/p/3dGk6
এবোলা
ছবি: picture-alliance/AP/S. Mednick

২০১৮ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৩,৪৬৩ জনের দেহে এবোলার সংক্রমণ ধরা পড়েছে৷ সংক্রমিতদের দুই তৃতীয়াংশই মারা গেছে৷

তবে ভ্যাকসিন বা টিকা এসে গেছে এবং সেই টিকা গণহারে দেয়ার সুফলও আসতে শুরু করেছে৷ এ পর্যন্ত তিন লাখ মানুষকে এই টিকা দেয়া হয়েছে৷ দেখা গেছে, এর ফলে সংক্রমণের হার দ্রুত কমছে৷ কঙ্গো ডেমোক্র্যাটিক রিপাবলিকের স্বাস্থ্য মান্ত্রনালয়ের দাবি, এ বছর মাত্র ১২ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে এবং তাদের মধ্যে চারজন মারা গেছে৷ তবে ইউনিসেফ বলছে, মৃতের সংখ্যা পাঁচ৷  

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে গত প্রায় দু বছরে বেশ কয়েকবার ফিরে এসেছে এবোলা৷  তবে সম্প্রতি ১২০০ কিলোমিটার দূরের উত্তর-পশ্চিমাংশেও সংক্রমণ দেখা দেয়৷ অবশ্য সঙ্গে সঙ্গে ব্যাপকহারে টিকা দিতে শুরু করায় ধীরে ধীরে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে চলে আসে৷

পরিস্থিতির উন্নতির আরেকটা কারণ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে স্থানীয়দের সম্পর্কের উন্নতি৷ এক সময় স্বাস্থ্যকর্মীদের প্রতি আস্থা ছিল না তাদের৷ মাঝে মাঝে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটতো৷ এখন আর সেরকম ঘটছে না৷

ইউটা স্টাইভ্যার/ এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান