1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাহোর কনসুলেটও খালি করল যুক্তরাষ্ট্র

৯ আগস্ট ২০১৩

এর আগে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কিছু দূতাবাস আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র৷ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল ইসলামি জঙ্গিদের হামলার হুমকির কথা৷ এবার একই কারণে লাহোর কনসুলেটও ‘খালি’ করল যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/19Mqk
Pakistani security personnel keep vigil outside the US consulate in Lahore on August 5, 2013. The United States said that 19 of its embassies and consulates in the Mideast and Africa would be closed through August 10 over terror fears. AFP PHOTO / ARIF ALI (Photo credit should read Arif Ali/AFP/Getty Images)
ছবি: PakistanPakistanArif Ali/AFP/Getty Images

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহরের কনসুলেট থেকে ‘অপরিহার্য নয়' এমন সব কর্মকর্তাকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১৯টি দূতাবাস বন্ধ রাখার পরপরই নেয়া হলেও বলা হয়েছে, দুটোর মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই৷ যুক্তরাষ্টের লাহোর দূতাবাসের মুখপাত্র মেগান গ্রেগরিস বলেছেন, ‘‘কনসুলেটে হামলার স্বতন্ত্র হুমকি সংক্রান্ত একটি তথ্য পেয়েছি বলেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তাদের ছাড়া বাকিদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷'' এ সিদ্ধান্ত অনুযায়ী লাহোর কনসুলেটের বেশির ভাগ কর্মকর্তাই চলে যাচ্ছেন ইসলামাবাদ দূতাবাসে৷ লাহোর কনসুলেট খালি করার পাশাপাশি আরেকটি ব্যবস্থাও নিয়েছে যুক্তরাষ্ট্র৷ সাধারণ নাগরিকদের এ মুহূর্তে পাকিস্তানে যাওয়ার ব্যাপারেও সতর্ক করে দেয়া হয়েছে৷ আল কায়েদার হামলার আশঙ্কায় এর আগে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১৯টি দেশের দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র৷ তবে লাহোর দূতাবাসে পাকিস্তান ও পাকিস্তানের বাইরের কয়েকটি ইসলামি জঙ্গি সংস্থার তরফ থেকে হুমকি আসার কথা জানিয়েছেন মেগান গ্রেগরিস৷

এদিকে ইয়েমেনে ড্রোন বিমান হামলায় কমপক্ষে ১২ জন আল-কায়েদা সদস্যকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র৷ রিয়াদে পশ্চিমা দেশগুলোয় হামলা চালানোর পরিকল্পনাকারী সন্দেহে দুজন আল-কায়েদা সদস্যকে গ্রেফতার করেছে সৌদি আরব সরকার৷

এসিবি / এসবি (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য