1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার মাথা স্ক্যান করবে রোবট

৩০ সেপ্টেম্বর ২০১০

আজ বৃহস্পতিবার জাপানের প্যানাসনিক কোম্পানি আরও একটি নতুন রোবটকে নিয়ে আসলো সবার সামনে, যে রোবটটি মানুষের মাথা স্ক্যান করতে পারে৷

https://p.dw.com/p/PQkJ
এবার মাথা স্ক্যান করবে রোবটছবি: AP

রোবটকে দিয়ে কত কিছুই না করাচ্ছে জাপান৷ এইতো খুব বেশিদিন হয়নি, বরের হাতে কনেকে তুলে দিয়ে রোবট পালন করলো গুরুদায়িত্ব৷ এবার মাথা স্ক্যান করছে রোবট৷

স্ক্যান করার প্রক্রিয়াও বেশ মজার৷ এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ত্রিমাত্রিক প্রযুক্তি৷ তিন মিনিট ধরে মিডিয়া ডেমনস্ট্রেশন৷ এসময় ক্লায়েন্টদের বসানো হয় ডেন্টিস্টদের চেয়ারের মতো বেসিনসহ এক চেয়ারে৷ এরপর রোবট তার দু'হাতের রাবারের ১৬টি আঙুলের মাধ্যমে শ্যাম্পু ও পানি দিয়ে ক্লায়েন্টের মাথার তালু ম্যাসাজ করতে থাকে৷ রোবট নির্মাতা কোম্পানি বিষয়টিকে বলছে এইভাবে, ‘‘যেন নিপুণ হাতে কেউ দু'হাতের সবক'টি আঙ্গুল দিয়ে ফেনা তুলে শ্যাম্পু করে চুল ধুইয়ে দিচ্ছে৷'' নির্মাতা কোম্পানি আরও বলছে, রোবট তার দু' বাহু দিয়ে এমনভাবে ত্রিমাত্রিক উপায়ে মাথা স্ক্যান করে যেন এটি ক্লায়েন্টের মাথার আকৃতি বোঝার চেষ্টা করছে, যে ম্যাসাজ ও শ্যাম্পু করার সময় ক্লায়েন্টের মাথার কোন জায়গাটিতে কতটুকু চাপ বা ভর দিতে হবে৷

এই যন্ত্রটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আবিষ্কার৷ এটি টোকিওর একটি মেলাতে প্রথম প্রদর্শন করা হয়েছে৷ এর নির্মাতা বলছেন, রোবটটির মূল নমুনা যন্ত্রটিকে মূলত তৈরি করা হয়েছে দুর্বল মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য, বিশেষ করে জাপানের একটি সাধারণ সমস্যা দ্রুত বুড়িয়ে যাওয়া মানুষদের জন্য৷ কল্যাণমূলক জিনিসপত্রের সেই মেলাতে ২০ হাজার পণ্য প্রদর্শিত হয়েছে৷ সেখানে একটি হুইল চেয়ারও প্রদর্শন করা হয়েছে, যেটিকে তিন চাকার মোটরবাইক এবং গাড়িতে পরিণত করা যায়, যাতে পঙ্গু লোকজন এটা ব্যবহার করতে পারে৷ সেই মেলাতে প্যানাসনিক ইলেকট্রনিক একটি বিছানাও নিয়ে এসেছে যেটি হুইল চেয়ার হিসেবেও ব্যবহার করা যাবে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন