1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবারের নির্বাচনে ৬৪ ভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

৪ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রগুলোর ৬৪ ভাগে সহিংসতার আশঙ্কা রয়েছে৷ এমন কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে৷ তাই নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা নিচ্ছে পুলিশ৷

https://p.dw.com/p/39QYx
Bangladesch Dhaka Polizei in Lieferwagen mit verhafteten politischen Aktivisten
ছবি: bdnews24.com

এবার মোট ৪০ হাজার ২শ' ৭৩টি ভোটকেন্দ্রে হবে ভোটগ্রহণ৷ এর মধ্যে ২৫ হাজার ৮শ' ২৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যদিও এদের ‘গুরুত্বপূর্ণ' বলে উল্লেখ করেছে তারা৷ স্থানীয় পুলিশ ও মাঠ পর্যায়ের গোয়েন্দা সদস্যদের তথ্যের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে৷

ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার-কে দেয়া সাক্ষাৎকারে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘‘ঝুঁকিপূর্ণ বললে এক ধরনের নেতিবাচক বার্তা পৌঁছায় জনগণের কাছে৷ তাই আমরা গুরুত্বপূর্ণ বলি৷'' 

এসব কেন্দ্র ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে৷ সাধারণ কেন্দ্রগুলোতে ৩ জন করে পুলিশ সদস্য থাকবেন৷ অন্যদিকে, ঝুঁকিপূ্র্ণ এসব কেন্দ্রে থাকবেন ৫ জন করে৷ এছাড়া সাধারণত ঝুঁকিপূ্র্ণ কেন্দ্রগুলোতে ২০ জন করে আনসার ও অন্য নিরাপত্তা সদস্য থাকেন৷ আর সাধারণগুলোতে থাকেন ১৫ জন করে৷

মোট ১ লাখ ২৩ হাজার পুলিশ সদস্য মাঠ পর্যায়ে নির্বাচনেআইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবেন৷দায়িত্বে থাকবেন আরো ৫০ হাজার কর্মকর্তা৷  এছাড়া ২ হাজার ২শ' ২৬টি টহল, ৭৬৭টি স্ট্রাইকিং ও ৩৫৬ স্ট্যান্ডবাই দল থাকবে৷ সব মিলিয়ে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন প্রায় ৬ লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য৷

২৫ হাজার ৮শ' ২৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ১ হাজার ৬৩২টি বিশেষ এলাকায় (পাহাড়ি ও দুর্গম)৷ তবে ঢাকা বিভাগে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি৷ ৯ হাজার ৮শ' ৭২টি কেন্দ্রের ৫ হাজার ৬শ' ৭৯টিই ঝুঁকিপূর্ণ৷

জেডএ/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য