1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এন্ডেভার’এর শেষযাত্রা আরও পেছালো

২ মে ২০১১

মার্কিন মহাকাশ ফেরি এন্ডেভার৷ শেষবারের মতো আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যেতে চেয়েছিল উইলিয়াম আর কেটের বিয়ের দিন৷ কিন্তু গোলযোগ দেখা দেয়ায় সম্ভব হয়নি৷

https://p.dw.com/p/117Ms
মহাকাশ ফেরি এন্ডেভারছবি: AP

বিজ্ঞানীরা মনে করেছিলেন হয়তো সামান্য গোলমাল৷ সহজেই ঠিক করে ফেলা যাবে৷ তাই আজই সেটা মহাকাশে যেতে পারবে বলে পরিকল্পনাও করা হয়েছিল৷ কিন্তু না৷ ঠিক করতে গিয়ে দেখা গেল সমস্যাটা একটু জটিল৷ তাই গতকাল রবিবারই জানিয়ে দেয়া হলো যে, অন্তত আগামী ৮ তারিখের আগে এন্ডেভার যাত্রা করতে পারবে না৷ সুতরাং আবারও অপেক্ষা৷

এন্ডেভারের আগে মহাকাশে শেষযাত্রা করে এসেছে ডিসকভারি৷ সেটা গত মার্চে৷ আর এন্ডেভারের পরে মহাকাশে যাবে অ্যাটলান্টিস৷ সেটা আগামী মাসের ২৮ তারিখে৷ তাহলেই শেষ হয়ে যাবে মার্কিন মহাকাশ ফেরি কর্মসূচি৷

এই কর্মসূচির আওতায় কাজ করেছে মোট ছয়টি মহাকাশ ফেরি৷ বাকী তিনটির মধ্যে একটি হলো ‘এন্টারপ্রাইজ'৷ যেটা কখনো মহাকাশে ওড়েনি৷ আর ১৯৮৬ সালে উড্ডয়নের পর বিস্ফোরিত হয় আরেক ফেরি ‘চ্যালেঞ্জার'৷ ফলে সেটাতে থাকা সাতজনই মারা যায়৷ দুর্ঘটনা ঘটে অন্য ফেরিটিতেও৷ সেটা ২০০৩ সালের কথা৷ সেসময় ‘কলম্বিয়া' নামের ফেরিটি যাত্রা শেষে পৃথিবীতে ফিরছিল৷ ঐ ঘটনাও মারা যায় সাত মহাকাশচারী৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম