1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একাত্তরে বাংলাদেশে কোন মুক্তিযুদ্ধ হয়নি: জামায়াত আইনজীবী

২২ সেপ্টেম্বর ২০১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে যুক্তি-তর্ক তুলে ধরতে গিয়ে আটক জামায়াত নেতাদের আইনজীবী ব্যারিষ্টার ফকরুল ইসলাম বলেছেন ’৭১-এ বাংলাদেশে কোন মুক্তিযুদ্ধ হয়নি৷ হয়েছে পাক-ভারত যুদ্ধ৷

https://p.dw.com/p/PJ58
নিয়াজী আত্মসমর্পণ করছেন জগজিৎ সিং অরোরার কাছেছবি: AP

তিনি বলেন এ'কারণেই নিয়াজী ওসমানীর কাছে আত্মসমর্পন করেননি, আত্মসমর্পণ করেছেন ভারতের জগজিৎ সিং অরোরার কাছে৷

তিনি দাবী করেন মুজিব নগর সরকারও পাকিস্তানের বিরুদ্ধে কোন যুদ্ধ ঘোষণা করেনি৷ তিনি বলেন সংবিধানের প্রস্তাবনায়ও স্বাধীনতা যুদ্ধের কথা বলা হয়নি, বলা হয়েছে সংগ্রামের কথা৷ তাঁর মতে বাংলাদেশের মাটিতে পাক-ভারত যুদ্ধে এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাই যুদ্ধাপরাধের অভিযোগে এদেশের মানুষের বিচার করা যায় না, বিচার করতে হবে পাকিস্তানিদের৷

ব্যারিষ্টার ফকরুল ইসলাম বলেন, শিমলা চুক্তি অনুযায়ী ১৯৫ জন পাক সেনাকে বিচারের জন্য আটক রাখা হয়েছিল৷ কিন্তু পরে দিল্লী চুক্তি অনুযায়ী তাদের ফেরত দেয়া হয়৷ আন্তর্জাতিক অপরাধ আইন বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করা হয়েছিল ওই ১৯৫ জনের বিচারের জন্য৷

তাঁর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিফ প্রসিকউটর এ্যাডভোকেট গোলাম আরিফ টিপু৷ তিনি বলেছেন ব্যারিষ্টার ফকরুল ইসলামের বক্তব্য রাষ্ট্রদ্রোহীতা, এবং তাঁর নাগরিকত্ব বাতিল হওয়া উচিত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী