1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একটি মহল সরকার ও আমার মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: খালেদ

১৭ এপ্রিল ২০১১

শেয়ার বাজারের তদন্ত প্রতিবেদন, সংবিধান সংশোধন প্রসঙ্গ এবং আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি - এসবই রবিবারের ঢাকার প্রধান প্রধান খবর৷

https://p.dw.com/p/10uv8
তদন্ত প্রতিবেদন নিয়ে গণমাধ্যমে এক প্রকার যুদ্ধ শুরু হয়ে গেছেছবি: DW

শেয়ার বাজার

তদন্ত প্রতিবেদন নিয়ে গণমাধ্যমে এক প্রকার যুদ্ধ শুরু হয়ে গেছে৷ ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি পক্ষ তদন্ত প্রতিবেদনকে সমালোচিত করার চেষ্টা করছে৷ এক্ষেত্রে তাঁদের প্রধান লক্ষ্য কমিটির প্রধান ইব্রাহিম খালেদ৷ একটি সংবাদ সংস্থায় প্রকাশিত সংবাদে নাকি এই বিষয়টির প্রমাণ পাওয়া যায়, এমনটাই বলছে ডেইলি স্টার৷ আর প্রথম আলো বলছে কয়েকটি গণমাধ্যমে ইব্রাহিম খালেদের বক্তব্য ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে প্রচার করা হচ্ছে৷ যেসব গণমাধ্যমের মালিকানার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিরা জড়িত৷ এছাড়া খালেদ নিজেও বলছেন যে, একটি মহল তাঁর চরিত্র হনন করে সরকার ও তাঁর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে৷ তদন্ত কমিটির প্রতিবেদন ধামাচাপা দেওয়াই তাদের উদ্দেশ্য বলেও মন্তব্য করেন তিনি৷ সমকালে এই খবরটি প্রকাশিত হয়েছে৷

সংবিধান সংশোধন

খালেদা জিয়া বিশেষ কমিটির ডাকে সাড়া দেবেন না বলে জানিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে খবরটি ছাপা হয়েছে৷ যুগান্তর বলছে সংবিধান সংশোধন প্রশ্নে সরকারের সঙ্গে এক টেবিলে বসতে নারাজ বিএনপি৷ এটাকে তারা রাজনৈতিক ‘স্টান্টবাজি' হিসেবেই দেখছে বলে জানিয়েছে যুগান্তর৷ তবে বিএনপি'র অন্যতম এক শীর্ষনেতা ডয়চে ভেলেকে বলেছেন, এ ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে৷ এদিকে ক্ষমতা ধরে রাখার লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ সংবিধান সংশোধনের প্রক্রিয়া চালাচ্ছে বলে বিএনপি অভিযোগ করেছে৷ এই খবরটিও দিয়েছে বিডিনিউজ৷

আওয়ামী লীগ প্রসঙ্গ

দল ক্ষমতায় থাকলেও তৃণমূল নেতাদের মধ্যে হতাশা বিরাজ করছে৷ কালের কন্ঠে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিমের একটি বক্তব্য ছাপা হয়েছে৷ তিনি বলছেন কেন্দ্রীয় নেতারা নাকি তৃণমূলের কথা ভুলেই গেছেন৷ কারণ এখন তাঁদের ডিসি আছে, মন্ত্রী আছে৷ তাই সংগঠনের দিকে না তাকালেও চলবে৷ সমকালেও এ সক্রান্ত খবর রয়েছে৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়