1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঋতুস্রাবজনিত ব্যথা কমাতে আকুপাংচার কার্যকর

৬ মার্চ ২০১০

সব মেয়েরই মাসিকের সময় ব্যথা হয়, তবে কারও কারও ক্ষেত্রে ব্যথার পরিমাণটা খুব তীব্র হয়৷ একে বলে ঋতুস্রাবজনিত ব্যথা৷

https://p.dw.com/p/MM2D
আকুপাংচার চিকিত্সা নিচ্ছেন এক নারীছবি: AP

প্রায় ৬৭.২ শতাংশ মেয়েকেই এ ব্যথাতে কাতর হতে হয় বলে এক প্রতিবেদনে জানা গেছে৷ সাধারণত মেয়েরা বয়ঃসন্ধি পার হবার পরই এ রোগে আক্রান্ত হয়ে থাকে৷ তবে ৪০ বছরের উপর নারীদের এ রোগে আক্রান্ত হবার সম্ভাবনা কম থাকে৷ মেয়েরা এ রোগে এত বেশি কষ্ট পায় যে এর নিরাময় নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং হচ্ছে৷

মেয়েদের ঋতুস্রাবজনিত ব্যথা কমাতে আকুপাংচার কার্যকর বলে সাম্প্রতিক একটি রিভিউ প্রতিবেদনে জানা গেছে৷ প্রায় তিন হাজার নারীর উপর করা ২৭টি গবেষণা নিয়ে ঐ প্রতিবেদনটি তৈরি করেন দক্ষিণ কোরিয়ার ক্যুং হি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের গবেষকরা৷ তাঁরা বলেন, ওষুধ ও হারবাল মেডিসিনের চেয়েও আকুপাংচার কার্যকর হতে পারে৷

এক বিবৃতিতে গবেষকরা বলেন, ব্যথা উপশমে আকুপাংচারের কার্যকারিতা সম্বন্ধে নিশ্চিত হবার মতো কিছু বিষয় পাওয়া গেছে৷ কারণ আকুপাংচার শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এন্ডোরফিন্স ও সেরোটোনিন উত্পাদন করতে সহায়তা করে৷ মানুষ ব্যায়াম করলে বা উত্তেজনায় শরীরে এন্ডোরফিন্স উত্পন্ন হয়, যা দেহে ভাল একটা অনুভূতি নিয়ে আসে৷

গবেষকরা বলছেন, সাধারণ ওষুধ ও হারবাল মেডিসিন দিয়ে করা চিকিত্সার চেয়ে ব্যথা নিরাময়ে আকুপাংচার বেশি কাজ করে৷ জার্নাল অব অবসটেট্রিকস এন্ড গাইনোকোলজি-র সাম্প্রতিক সংখ্যায় গবেষণাটি প্রকাশিত হয়েছে৷

Bend it like Beckham
ঋতুস্রাবজনিত ব্যথার কারণে মেয়েরা সাধারণ কাজই করতে পারেনাছবি: AP

মার্কিন ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ্-ও বলছে যে ঋতুস্রাবজনিত ব্যথার চিকিত্সায় আকুপাংচার কার্যকর হতে পারে৷

কি কারণে এ ধরণের ব্যথা হয় তা এখনো জানা যায়নি৷ তবে কোনো কোনো নারীর ক্ষেত্রে এই ব্যথার সঙ্গে বমি, ডায়রিয়া, মাথাব্যথা, বিতৃষ্ণাসহ আরও নানাধরণের সমস্যা দেখা দেয়৷ ফলে সবমিলিয়ে নারীদের এ রোগে বেশ ভুগতে হয়৷ কারও কারও ক্ষেত্রে বয়স বাড়ার পরও ব্যথা থেকে যায়৷

শতকরা ১০ শতাংশ মেয়েদের ক্ষেত্রে পরিস্থিতি এত জটিল আকার ধারণ করতে পারে যে কর্মজীবী মেয়েরা কাজে যেতে পারেনা৷ ফলে প্রতি বছর এই কর্মজীবি নারীদের বেতনের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় হয়ে থাকে৷

ঋতুস্রাবজনিত ব্যথা কমাতে সাধারণত বিভিন্ন ধরণের অনুশীলনের পরামর্শ দেয়া হয়ে থাকে৷ এছাড়া ব্যথা নিরোধক ওষুধ ব্যবহার ও তলপেটে গরম তাপ দেয়ার কথাও বলা হয়৷ ইদানিং আকুপাংচারের কথাও আলোচিত হচ্ছে বিভিন্ন জায়গায়৷

চীনে প্রায় ২,৬০০ সাল আগে থেকে অ্যানেস্থেশিয়ার জন্য আকুপাংচারের ব্যবহার হয়ে আসছে৷ বিশেষজ্ঞরা মনে করেন, রক্ত সঞ্চালনের ক্ষেত্রে যে কোনো ধরণের বাধা দূর করতে আকুপাংচার কার্যকর৷

পশ্চিমা বিশ্বের অনেক ডাক্তারও আজকাল বিকল্প ব্যবস্থা হিসেবে তাঁর রোগীদের চিকিত্সায় আকুপাংচার ব্যবহার করছেন৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : আবদুস সাত্তার