1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঋণ পরিশোধের জন্য বাজারে ঋণপত্র ছেড়েছে গ্রিস

২৯ মার্চ ২০১০

চরম আর্থিক মন্দায় পড়া গ্রিস অবশেষে বাজারে ঋণপত্র ছেড়েছে ঋণ পরিশোধের জন্য৷ ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসের চারদিন পর, এই পদক্ষেপ নিলো গ্রিক সরকার৷

https://p.dw.com/p/Mh5Y
ছবি: AP

বার্তা সংস্থাগুলোর খবর, আর্থিক মন্দা কাটিয়ে ওঠার জরুরী পদক্ষেপ হিসেবে সাত বছর মেয়াদী ঋণপত্র বাজারে ছেড়েছে প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রেউ'এর সরকার৷ এর উদ্দেশ্য, অতি অল্প সময়ের মধ্যে কয়েক বিলিয়ন ইউরো কামিয়ে নেওয়া, যাতে করে সেই অর্থ দিয়ে পাহাড় পরিমাণ ঋণের বোঝা কমিয়ে আনা যায়৷ উল্লেখ্য, আগামী মে মাসের মধ্যে গ্রিক সরকারকে ২০ বিলিয়ন ইউরো ঋণ পরিশোধ করতে হবে৷ এছাড়া চলতি বছরের মধ্যে মোট ৫৪ বিলিয়ন ইউরো শোধ করতে হবে দেশটিকে৷ তাই সহজ পথে অর্থ কামানোর জন্যই এই ঋণপত্র ছাড়ার পদক্ষেপ নিলো তারা৷ তবে এখন পর্যন্ত কি পরিমাণ ঋণপত্র বিক্রি হয়েছে তা জানানো হয়নি৷ তবে অর্থবাজারের সূত্রগুলো বলছে, বিনিয়োগকারীদের চাহিদার ওপর বিষয়টি নির্ভর করছে৷ গ্রিসের আলফা ব্যাংক এবং এম্পোরিকি ছাড়া, আরও বেশ কয়েকটি ব্যাংক থেকে গ্রাহকদের জন্য ঋণপত্র ছাড়া হয়েছে৷

অন্যদিকে, গ্রিক সরকারের ছাড়া ১০ বছর মেয়াদী ঋণপত্রের লভ্যাংশ গত শুক্রবারের তুলনায় সোমবার বেড়েছে বলে জানা গেছে৷ গ্রিক প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রেউ বলেছেন, গ্রিস নিজেই তার আর্থিক মন্দা কাটিয়ে উঠতে সক্ষম৷ তবে এর জন্য ঋণপত্র বাজারে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন তাদের দরকার৷

উল্লেখ্য, গত সপ্তাহে ব্রাসেলস'এ ইইউ-র এক বৈঠকে গ্রিসকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ ইইউ ভুক্ত দেশ গ্রিসের আর্থিক দুরবস্থার প্রভাব পড়েছে ইউরোর ওপরও৷ সেই অবস্থাতে দেশটিকে সহায়তা করতে এগিয়ে এসেছে ইইউ৷ এদিকে, সংস্থার এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক ঋণপত্রের বাজারে সুদের হারও কমে গেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ