1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘উইল ইউ বি ব্যাক আর্নল্ড?’’

২ জানুয়ারি ২০১১

হলিউডের জনপ্রিয় টার্মিনেটর টু ছবিতে আর্নল্ড শোয়ার্জনেগারের বিখ্যাত একটি ডায়ালগ আছে, আই উইল বি ব্যাক৷ আর একদিন পর ক্যারিয়ারের সন্ধিঃক্ষণে দাঁড়িয়ে সেই কথাটি কি মনে করবেন রাজনীতিক বনে যাওয়া অভিনেতা?

https://p.dw.com/p/zsSU
আর্নল্ড শোয়ার্জনেগারছবি: AP

দীর্ঘ সাত বছর ধরে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন আর্নল্ড শোয়ার্জনেগার৷ যদি জন্মসূত্রে অ্যামেরিকান হতেন তাহলে হয়তো ভবিষ্যতে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেও দেখা যেতো তাঁকে৷ কিন্তু সেটাতো আর হচ্ছে না৷ আগামীকাল সোমবার গভর্নর হিসেবে মেয়াদ শেষ হচ্ছে জন্মসূত্রে অস্ট্রিয়ান আর্নল্ড শোয়ার্জনেগারের৷ এরপর কী করবেন তিনি, সেটা নিয়েই চলছে নানা জল্পনা কল্পনা৷ আবারও কি হলিউডে দেখা যাবে এই অ্যাকশন হিরোকে? নাকি ব্যস্ত হয়ে যাবেন তাঁর রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে? জানা গেছে, রাজনীতিকে একেবারে ছেড়েছুড়ে দেবেন না আর্নল্ড৷ তবে এর পাশাপাশি আত্মজীবনী লেখারও সম্ভাবনা রয়েছে৷ তবে অভিনয়ের নেশাটা এখনও রয়ে গেছে তাঁর৷ তাই জানিয়েছেন, মনমতো স্ক্রিপ্ট পেলে আবারও হলিউডে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন এই সাবেক মিস্টার ওয়ার্ল্ড৷ তবে ভক্তরা কিন্তু ঠিকই বলছেন, কাম ব্যাক আর্নল্ড৷

ঝাঁপ দিয়ে পানি ছিটানোর উৎসব

অ্যামেরিকার মানুষ নববর্ষকে উদযাপন করে নানাভাবে৷ তার মধ্যে বেশ বিচিত্র ব্যাপারও থাকে৷ এই যেমন বার্ষিক পোলার বিয়ার সুইম প্রতিযোগিতা৷ বরফের দেশের মেরু ভাল্লুক যেভাবে পানিতে ঝাঁপিয়ে পড়ে তার দেখাদেখি এখন মানুষও সেরকম প্রতিযোগিতা শুরু করেছে৷ আর নববর্ষের দিন ফ্লোরিডাতে হয়ে গেল ১৪ তম পোলার বিয়ার সুইম৷ ব্যাপারটি আসলে তেমন কিছু না৷ বরফের মধ্যে একটুখানি জায়গা কেটে সুইমিংপুল বানানো হয়, আর তাতেই ঝাঁপিয়ে পড়ে লোকজন৷ উদ্দেশ্য থাকে কে কত বড় ঝাঁপ দিয়ে কত বেশি পানি ছিটাতে পারে৷ এই হিসেবে মোটা সোটা লোকগুলোই বাকিদের চেয়ে বেশ এগিয়ে থাকে৷ খালি গায়ে বিশালদেহী মানুষগুলোর পানিতে ঝাঁপ দিয়ে পড়ার দৃশ্য মনে হলেই যেন হাসি পায়৷ কিন্তু আনন্দ পেতে মার্কিনীরা যে কত কিছু করে!

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক