1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদ উৎসবে প্রস্তুত দেশ, ঈদ নেই শুধু নিমতলীর মানুষের

১০ সেপ্টেম্বর ২০১০

শনিবার বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর৷ ঢাকাসহ সারাদেশের মানুষ এই আনন্দ আয়োজনের প্রস্তুত থাকলেও আনন্দ নেই সব হারানো পুরনো ঢাকার নীমতলির মানুষের জীবনে৷

https://p.dw.com/p/P9S2
ঈদ উপলক্ষ্যে এভাবেই ঢাকা ছেড়েছেন অনেকে (ফাইল ফটো)ছবি: picture-alliance / dpa/dpaweb

রাত ফুরোলেই ঈদ৷ তাই প্রস্তুতি সবখানে৷ হাতে মেহেদী লাগান, ঈদের জন্য কেনা নতুন জামা জুতো ঠিক আছে কিনা তা আরেকবার দেখে নেয়ার ব্যস্ততা৷আর শিশুরাও যেন পেয়েছে আনন্দের অনুষঙ্গ৷ ঈদের নিন কোথায় যাবে, কার সঙ্গে ঘুরবে তার প্রস্তুতি৷ বড়রাও পিছিয়ে নেই৷ তারাও রান্না-বান্নাসহ নানা আয়োজনে ব্যস্ত৷ নতুন জামা-কাপড় তাদেরও আকর্ষন করে৷

Bangladesch / Großbrand / Dhaka
ঈদ খুশির বারতা নিয়ে আসেনি পুরনো ঢাকার নিমতলীর আগুনে পোড়া মানুষের জীবনে (ফাইল ফটো)ছবি: AP

কিন্তু এই ঈদ খুশির বারতা নিয়ে আসেনি পুরনো ঢাকার নিমতলীর আগুনে পোড়া মানুষের জীবনে৷ সন্তান হারিয়ে, সম্পদ হারিয়ে, আত্মীয়-স্বজন হারিয়ে তারা এখনো ঘুরে দাঁড়াতে পারেননি৷ তাই তাদের জীবনে ঈদ এসেছে কান্নার সুর হয়ে৷ তাদের অভিযোগ, সরকার যে সহায়তা দিয়েছে তাও তাঁরা পাননি ঠিকমত৷

ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে৷ রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং গণ্য-মান্য ব্যক্তিবর্গ জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন৷ তাই ঈদগাহ'র নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাসুল হক টুকু শুক্রবার ঈদগাহ পরিদর্শনের পর বলছেন, ঈদকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়