1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের পর সরকার পতনে আন্দোলনে নামবে বিএনপি

৭ নভেম্বর ২০১০

৭ই নভেম্বর উপলক্ষ্যে রোববার বিকেলে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া৷

https://p.dw.com/p/Q11I
Politics, Bangladesh, Khaleda, Zia, বিএনপি, চেয়ারপার্সন, বেগম, খালেদা, জিয়া
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াছবি: DW

তিনি তাঁর বক্তব্যে সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এই সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কোন কাজ করেনি৷ তারা বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা আর মামলায়ই ব্যস্ত রয়েছে৷ তিনি বলেন, এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই৷ তাই কোরবানি ঈদের পর সরকার পতনের লক্ষ্যে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে৷

খালেদা জিয়া বলেন, বিএনপি যেখানেই সভা-সমাবেশ দেয় সেখানেই ১৪৪ ধারা জারি করে সরকার৷ এখন থেকে ১৪৪ ধারা ভঙ্গ করেই সভা-সমাবেশ করা হবে৷ তিনি বলেন সরকার দলীয় লোকজনকে চাকরিতে নিয়োগ দিচ্ছে৷ সরকার পরিবর্তন হলে তাদের নিয়োগ বাতিল করে যোগ্য লোকজনকে চাকরি দেয়া হবে৷

খালেদা জিয়া রূপঞ্জের ঘটনা উল্লেখ করে বলেন, সরকার সাধারণ মানুষ ও সেনাবাহিনীকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে৷

অন্যদিকে, জেল হত্যা মামলার পুনর্বিচারের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ৷ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রোববার এ আবেদন করা হয়৷ ২০০৮ সালে হাইকোর্টে এই মামলার রায়ে রিসালদার মোসলেম উদ্দিনকে ফাঁসির আদেশ দেয়া হয়৷ বাকী সবাই খালাস পান৷ এটর্নি জেনারেল মহবুবে আলম বলেন, মামলার সাক্ষীদের ঠিকমত আমলে নেয়া হয়নি৷

১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারে জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়৷ যা জেল হত্যা নামে পরিচিত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই