1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা

২ সেপ্টেম্বর ২০১০

ঈদের আগে তৈরি পোশাক শিল্পে যাতে কোন অস্থিরতা সৃষ্টি না হয় এজন্য আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা দিতে নির্দেশ দিয়েছে সরকার৷

https://p.dw.com/p/P2EP
শ্রমিকদের ঈদের আগে বেতন-ভাতা দিতে হবে (ফাইল ফটো)ছবি: AP

শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ইস্রাফিল আলম এমপি ডয়চে ভেলেকে জানিয়েছেন, ২৬টি তৈরি পোশাক শিল্প এলাকার জন্য ২৬টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে৷ তারা ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা এবং অতরিক্তি মজুরি পরিশোধের বিষয়টি দেখাশোনা করছে৷

ইস্রাফিল আলম এমপি জানান, তৈরি পোশাক শিল্পের যেসব মালিক ঈদের আগে বেতন-ভাতা দিতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷ পোশাক শিল্পে ভাংচুর বা অস্থিরতা সৃষ্টির জন্য যদি শ্রমিক গ্রেফতার হয়, তাহলে বেতন-ভাতা পরিশোধে ব্যর্থতার জন্য মালিককে গ্রেফতার করা হবে বলে জানান সংসদীয় কমিটির চেয়ারম্যান৷ তবে আর্থিক সংকট থাকলে ওই পোশাক শিল্পের মালিককে ব্যাংক ঋণ দিয়ে সহায়তা করা হবে৷ তবুও ঈদের আগে বেতন-ভাতা দিতে হবে৷

তিনি জানান, আগামি নভেম্বরে পোশাক শিল্পে নতুন মজুরি কার্যকর হবে৷ এ নিয়ে কোন টালবাহানা করা যাবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা