1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলের সঙ্গে চুক্তি বাস্তবায়ন বন্ধ: আব্বাস

২৬ জুলাই ২০১৯

ইসরায়েলের সঙ্গে থাকা সব চুক্তির বাস্তবায়ন বন্ধের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷ পশ্চিম জেরুসালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি৷

https://p.dw.com/p/3MmeG
ছবি: picture-alliance/AA/I. Rimawi

বৃহস্পতিবার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি নেতাদের এক বৈঠকের পর তিনি বলেন, ‘‘ইসরায়েলের সঙ্গে হওয়া সব চুক্তির বাস্তবায়ন বন্ধে নেতৃবৃন্দের সিদ্ধান্ত ঘোষণা করছি৷''

বিশ্বব্যাপী নিন্দার মধ্যেও জেরুজালেমের উপকণ্ঠে ফিলিস্তিনিদের কিছু বাড়ি গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল৷ নিরাপত্তার কারণ দেখিয়ে চালানো এই অভিযানকে ‘জাতিগত নিধন' হিসাবে অভিহিত করেছেন মাহমুদ আব্বাস৷

পানি সরবরাহ থেকে শুরু করে নিরাপত্তা ইস্যুতে বেশ কিছু চুক্তি আছে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে৷ কোন চুক্তি কোন ক্ষেত্রে বাস্তবায়ন করা হবে না, সে বিষয়ে স্পষ্ট করেননি ফিলিস্তিনি প্রেসিডেন্ট৷

এর আগেও কয়েকবার ইসরায়েলের সঙ্গে চুক্তি বাস্তবায়ন বন্ধের ঘোষণা দিয়েছিলেন ৮৪ বছর বয়সি এই নেতা৷ কোনোবার সফল না হলেও তাঁর এবারের বক্তব্যকে বেশ জোরালো হিসাবে ভাবা হচ্ছে৷

ফিলিস্তিনিদের বাড়ি ভাঙার পাশাপাশি কর আদায় নিয়েও বিরোধ চলছে ইসরায়েলের সঙ্গে৷ অধিকৃত এলাকার ফিলিস্তিনিদের কাছ থেকে প্রাপ্ত ১০ মিলিয়ন মার্কিন ডলার কেটে নিচ্ছে ইসরায়েল৷ নিজেদের জেলে বন্দী ফিলিস্তিনিদের পেছনে এই অর্থ ব্যয়ের কথা বলে আসছে ইহুদি রাষ্ট্রটি৷

এমবি/ (এএফপি, ডিপিএ, এপি)