1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলিসেনাকে ফিলিস্তিনি কিশোরীর চড়

৩ জানুয়ারি ২০১৮

ইসরায়েলে কিছু হওয়া মানেই যেন সংবাদ শিরোনামে উঠে আসা৷ হ্যাঁ, এবারও সেরকমটাই হয়েছে৷ ইসরায়েলি দু'জন সেনাকে ১৭ বছর বয়সি এক ফিলিস্তিনি কিশোরীর দেওয়া চড়ের ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট জগতে৷

https://p.dw.com/p/2qEkV
Westjordanland Militärgericht, Ahed Tamimi bei Ramallah
ছবি: Reuters/A. Awad

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে পশ্চিম তীরে গত শুক্রবার বিকেলে বিক্ষোভ করছিল ফিলিস্তিনিরা৷ এ সময় ফিলিস্তিনের সমাজকর্মী কিশোরী আহেদ তামিমির পরিবারের এক সদস্যের মাথায় গুলি করে ইসরায়েলি সেনারা৷ এতে বিক্ষুব্ধ হয়ে পড়েন তামিমি৷

এ ঘটনার এক পর্যায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দু'জন ইসরায়েলি সেনাকে কয়েক দফায় চড় দেন তিনি৷ সেই দৃশ্য পাশ থেকে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেন কেউ একজন৷ ইসরায়েলি সেনাদের মারার সে ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে ইন্টারনেট জগতে৷

ওই কিশোরীর চর খেয়ে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া না দেখালেও পরবর্তীতে অ্যাকশনে যায় ইসরায়েলি সেনারা৷ চড়ের প্রতিশোধ নিতে তারা মঙ্গলবার রাতে ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তর রামাল্লার নবী সালেহ গ্রাম থেকে তামিমিসহ তার মা ও ২১ বছরের এক চাচাত বোনকে ধরে নিয়ে যায়৷ পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাকে গ্রেফতার দেখায় ইসরায়েলি সেনারা৷

ইসরায়েলি সেনাদের অভিযোগ ভিডিও ধারণের আগে তাদের প্রতি পাথর ছুঁড়ে মারা হচ্ছিল৷ কিন্তু তামিমির বাবা সেনাদের সে দাবি প্রত্যাখ্যান করে এক ফেসবুক পোস্টে বলেন, ‘‘সেসময়ে সেনারা একটি শিশুর মাথায়গুলিকরতে যাচ্ছিল৷'' এ ঘটনার নিন্দা জানিয়ে ইসরায়েলের শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট বলেন, ‘‘সেনাদের মারধরের পরিণাম হবে সারা জীবন জেল খাটা৷''

এমএম/ডিজি