1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইরান

ইরানে ট্রেন দুর্ঘটনায় মৃত ২০

৯ জুন ২০২২

দেশের প্রত্যন্ত এলাকায় দুর্ঘটনা হয়েছে। খননকারী যন্ত্রের সঙ্গে ধাক্কা লাগায় দুর্ঘটনা ঘটে। ট্রেনে কয়েকশ যাত্রী ছিলেন।

https://p.dw.com/p/4CRP9
ইরানে দুর্ঘটনাগ্রস্ত ট্রেন।
ইরানে দুর্ঘটনাগ্রস্ত ট্রেন।ছবি: Rokna

বুধবার পূর্ব ইরানে এই দুর্ঘটনা হয়। সরকারি মিডিয়া জানিয়েছে, ২০ জনের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৮৬ জন।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এক যাত্রী জানিয়েছেন, ভয়ংকর অবস্থা ছিল। বেশ কিছু যাত্রী বলের মতো বাইরে উড়ে যান। তাদের কামরার কাচের জানালা ফেটে যায়। এরকমই একটি জানালা দিয়ে তিনি বাইরে আসতে পারেন।

সংবাদসংস্থা আইএসএনএ জানিয়েছে, যে জায়গায় দুর্ঘটনা হয়েছে, সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। অ্যাম্বুলেন্স ছাড়াও তিনটি হেলিকপ্টারকে উদ্ধারকাজে লাগানো হয়।

দুর্ঘটনার পর ট্রেনের ছবি।
দুর্ঘটনার পর ট্রেনের ছবি। ছবি: Iranian Red Crescent Society/AP/picture alliance

সড়ক ও নগরোন্নয়নমন্ত্রী রোস্তাম ঘাসিনি জানিয়েছেন, এই দুর্ঘটনার জন্য তার মন্ত্রণালয় দায়ী। তিনি ক্ষমা চেয়েছেন। তিনি একটি সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘ওখানে লাইনে নির্মাণকাজ চলছে। একটি খননকারী যন্ত্র লাইনের উপরেই রাখা ছিল। চালক সেটা দেখার পর ব্রেক কষে। তখনই ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যূত হয়।’’

ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দুর্ঘটনা সম্পর্কে যা জানা গেছে

কাকভোরে এই দুর্ঘটনা ঘটে। তখনও চারপাশ অন্ধকার ছিল। ট্রেনটিতে ১১টা কামরা ছিল। অনেকগুলিই লাইনচ্যূত হয়ে উল্টে যায়।

পূর্ব ইরানের প্রত্যন্ত অঞ্চলে এই দুর্ঘটনা হয়।
পূর্ব ইরানের প্রত্যন্ত অঞ্চলে এই দুর্ঘটনা হয়। ছবি: IRIB /AP/picture alliance

উদ্ধারকারী দল দ্রুত আহতদের হাসপাতালে পৌঁছাবার চেষ্টা করে।

ইরানে মোট ১৪ হাজার কিলোমিটার রেলপথ আছে। ২০০৪ সালে সেখানে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হয়। গ্যাসোলিন, সালফার, সার ও তুলা বহনকারী একটি মালগাড়ি সোজা গিয়ে যাত্রীবাহী ট্রেনে ধাক্কা মারে। ৩২০ জন সেই দুর্ঘটনা মারা গেছিলেন।

জিএইচ/এসজি (এপি, ডিপিএ, রয়টার্স)