1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইমামদের প্রশিক্ষণ জার্মানিতে

১ এপ্রিল ২০১৭

একটি ইসলামিক থিওলজি ইনস্টিটিউট খোলার পরিকল্পনা ঘোষণা করেছে হুমবোল্ট ইউনিভার্সিটি৷ ইনস্টিটিউটের স্নাতকরা মসজিদের ইমাম বা স্কুলের ধর্মশিক্ষক হিসেবে কাজ করতে পারবেন৷

https://p.dw.com/p/2aOcI
ছবি: Picture-Alliance/dpa/M. Kappeler

জার্মানিতে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই এ ধরনের ইসলামি ঈশ্বরতত্ত্ব পড়ানোর বিভাগ আছে৷ হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সাবিনে কুন্সট জানান, হুমবোল্ট তাদেরই মতো একটি ইসলামিক থিওলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চলেছে, তার বেশি বা কম কিছু নয়৷

হুমবোল্টের এই নতুন কর্মসূচি মৌলবাদী প্রবণতা রোখার জন্য কিনা, এই প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হান্স-ক্রিস্টফ কেলার বলেন যে, তিনি সংবাদ সংস্থাগুলির জল্পনা-কল্পনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি নন৷ ইমামদের ও স্কুলের ধর্মশিক্ষকদের প্রশিক্ষণই হবে এই ইনস্টিটিউটের কাজ, যোগ করেন কেলার ৷

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, ‘এই পাঠক্রমে অংশগ্রহণের জন্য ইসলাম ধর্মের সঙ্গে কোনো সংযোগ থাকা বাধ্যতামূলক নয়৷'

শুরু হতে আরো কিছু সময় লাগবে

বার্লিনের মেয়র মিশায়েল ম্যুলার হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে একটা ‘‘অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়'' বলে অভিহিত করেন৷

হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যযুগ সম্পর্কিত বিভাগের সাবেক অধ্যাপক মিশায়েল বর্গল্টেনতুন ইসলামিক থিওলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার দেখাশোনা করবেন৷ খ্রিষ্টীয়, ইহুদি ও ইসলামি দৃষ্টিকোণ থেকে ইউরোপের ইতিহাস ছিল এ যাবৎ তাঁর গবেষণার বিষয়৷

২০১৮/২০১৯ সালের শীতের সেমেস্টার থেকে পাঠক্রম চালু হবে বলে জানা গেছে৷ বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধিরা ইনস্টিটিউটের উপদেষ্টা পরিষদে থাকবেন – এবং এই উপদেষ্টা পরিষদই পাঠক্রমে যাঁরা অধ্যাপনা করতে চান, তাঁদের আবেদনপত্র বিবেচনা করবে৷ আশা করা হচ্ছে প্রার্থীরা কোন ধর্মীয় সম্প্রদায়ের সদস্য, সেটাও পরীক্ষা করে দেখবে পরিষদ৷

তুর্কি-ইসলামি ধর্মবিষয়ক সংঘ বা ডিটিব এই ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে একটি আসন পাবে৷ তুরস্ক সরকারের ধর্ম সংক্রান্ত পরিদপ্তরের সঙ্গে যুক্ত ৯০০ মসজিদের ইউনিয়ন এই ডিটিব৷

জার্মানিতে কর্মরত ডিটিব-এর কিছু ইমাম যুক্তরাষ্ট্রবাসী ধর্মপ্রচারক ফেথুল্লাহ গুলেনের সমর্থকদের ওপর গোয়েন্দাগিরি করেছেন বলে সন্দেহ করা হয়৷ তবে এ যাবৎ ডিটিব প্রতিনিধিদের সঙ্গে ‘‘সংঘাতের'' কোনো কারণ ঘটেনি, জানান অধ্যাপক বর্গল্টে৷ মেয়র ম্যুলার অবশ্য সাবধান করে দেন এই বলে যে, ‘‘আমাদের দেখতে হবে, আমরা কাদের সঙ্গে কাজ করছি৷''

‘ফ্যাকাল্টি ফর থিওলজি'

প্রটেস্টান্ট ঈশ্বরতত্ত্ববিদরা আরো একটি প্রস্তাব দিয়েছেন: তাঁরা চান যে, খ্রিষ্টান, মুসলিম ও ইহুদিদের জন্য একটি যৌথ ‘‘ফ্যাকাল্টি ফর থিওলজি'' বা ঈশ্বরতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করা হোক৷ বার্লিনের মেয়র ম্যুলার ধারণাটির সপক্ষে, কিন্তু তিনি এবং হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সাবিনে কুন্সট উভয়েই জানেন যে, এর বাস্তবায়ন করতে সময় লাগবে৷ ‘‘ওয়ান স্টেপ অ্যাট এ টাইম'', বলেন কুন্সট৷

মেলানি কুরা দাবাল/এসি

বন্ধু, কেমন লাগলো প্রতিবেদনটি? লিখুন আপনার মন্তব্য, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য