1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজপাকিস্তান

ইমরানের দল বিদেশি অর্থ পেয়েছে: নির্বাচন কমিশন

৩ আগস্ট ২০২২

পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়ে দিলো, ইমরান খানের দল বিদেশ থেকে বেআইনি অর্থ পেয়েছে। এর জেরে নিষিদ্ধ হতে পারে ইমরানের দল।

https://p.dw.com/p/4F2aG
নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিপাকে ইমরান খান।
নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিপাকে ইমরান খান। ছবি: Saiyna Bashir/REUTERS

সাবেক প্রধানমন্ত্রীর দল পিটিআই জানিয়েছে, তারা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাবে।

সাবেক প্রধানমন্ত্রী এবং পিএমএন-এলের প্রধান নওয়াজ শরীফ দাবি করেছেন, ইমরানের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া হোক। তিনি বলেছেন, প্রমাণ হয়ে গেছে, ইমরান খান হলেন দেশের ইতিহাসে সবচেয়ে বড় চোর।

কমিশন কী জানিয়েছে?

অভিযোগ হলো, ইমরানের দল বিদেশ থেকে অর্থ পেয়েছে, যা পাকিস্তানের আইনের বিরোধী। পাকিস্তানের মিডিয়া জানিয়েছে, কমিশনের তিন সদস্যের ট্রাইবুন্যালের সিদ্ধান্ত হলো, ইমরানের দল ৩৪টি বিদেশি সংস্থা বা ব্যক্তির কাছ থেকে অর্থ পেয়েছে। তারা কমিশনের কাছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ভুয়া হলফনামা দিয়েছে। তারা ১৩টি ব্যাংক অ্যাকাউন্টের কথা গোপন করেছে। এই অ্যাকাউন্টের ঘোষণাও তাদের করা উচিত ছিল। তারা ইমরানের দল পিটিআইয়ের কাছ থেকে জানতে চেয়েছে, কেন তাদের তহবিল সিজ করা হবে না?

পিটিআই জানিয়েছে, প্রবাসী পাকিস্তানিদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে, যা কোনোভাবেই বেআইনি নয়।

কী হতে পারে?

আইন বিশেষজ্ঞ ওসামা মালিক ডিডাব্লিউকে বলেছেন, পাকিস্তান সরকার এখন পিটিআই-কে বিদেশি অর্থে চলা রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করতে পারে। তবে তাদের সুপ্রিম কোর্টের কাছে বিষয়টি পাঠাতে হবে। সর্বোচ্চ আদালত ১৫ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মালিক জানিয়েছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিআই আদালতে যেতে পারে।

এবার কী হবে?

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেয়ার পর ইমরান খান দেশজুড়ে প্রচার চালিয়ে বলেছিলেন, শাহবাজ শরীফ সরকারকে বিদেশি শক্তিগুলি ক্ষমতায় এনেছে। তিনি বিদেশি শক্তির বিরোধিতা করেছিলেন বলে ক্ষমতা হারাতে হয়েছিল।

ইতিমধ্যে পাকিস্তানে জিনিসের দাম হুহু করে বেড়েছে। বেকারের সংখ্যা বেড়েছে। রুপির দাম কমেছে, ঋণের বোঝায় দেশের অর্থনীতির অবস্থা খারাপ হয়েছে।

এই পরিস্থিতিতে শাহবাজ শরিফ সরকারের হাতে একটা অস্ত্র এসে গেল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। নির্বাচন কমিশনের রায়ের ফলে ইমরান খানের অবস্থা খারাপ হবে বলে ক্ষমতাসীন জোটের নেতারা মনে করছেন।

জিএইচ/এসজি (রয়টার্স, ডিপিএ, এপি, হারুন জানজিয়া)