1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ার জঙ্গলে নতুন প্রজাতির জীব আবিষ্কার

১৮ মে ২০১০

পৃথিবী থেকে অনেক প্রজাতির পশুপাখি, পোকামাকড় বিলীন হয়ে যাচ্ছে৷ এতদিন আমরা কেবল এ ধরণের খারাপ খবরই শুনে এসেছি৷ তবে বিজ্ঞানীরা এবার নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন৷

https://p.dw.com/p/NQah
এমন একটি টিকটিকি পাওয়া গেছে তবে তার চোখের রং হলুদছবি: AP

এর মধ্যে রয়েছে এমন একটি ব্যাঙ যার নাক আবার দেখেতে অনেকটা চুলের স্পাইকের মতো৷ ইন্দোনেশিয়ার গহীন জঙ্গলে বসবাস তাদের৷ এই ব্যাঙ ছাড়াও বিশ্বের সবচেয়ে ছোট ক্যাঙ্গারু ও হলুদ চোখের টিকটিকি সহ আরও অনেক নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা৷

২০০৮ সালে একদল বিজ্ঞানী ইন্দোনেশিয়ার ঐ জঙ্গলে গবেষণা চালান৷ তবে আগামী ২২ তারিখে ‘ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিকাল ডাইভারসিটি' উপলক্ষ্যে তাঁরা গবেষণার বিস্তারিত তথ্য ও ছবি প্রকাশ করেন সোমবার৷ কয়েকটি নতুন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, এক প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণী এবং এক ডজন পোকামাকড়ের প্রজাতি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা৷

ওয়াশিংটন ভিত্তিক কনজারভেটিভ ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি যৌথভাবে গবেষণাটি চালিয়েছে৷ কনজারভেটিভ ইন্টারন্যাশনালের ব্রুস বিলার বলেছেন, ‘‘সারা বিশ্ব থেকে যখন জীবজন্তু ও গাছপালা ক্রমেই হারিয়ে যাচ্ছে, সেখানে এ ধরণের নতুন আবিষ্কার আমাদের জন্য ভাল সংবাদ৷''

উল্লেখ্য, জাতিসংঘ ২০১০ সালের মধ্যে জীববৈচিত্র্য হারিয়ে যাওয়া কমাতে বিভিন্ন দেশের জন্য হার নির্ধারণ করে দিয়েছিল৷ কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে, কোনো দেশই এই লক্ষ্য পূরণ করতে পারেনি৷ আর তাই এ বছরের অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য একটি সম্মেলন থেকে আগামী ৪০ বছরের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করা হবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন