1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতিহাসের সাক্ষী যে দোকান

২৫ জানুয়ারি ২০২১

কলকাতার ১ নং লেনিন সরণীর ঠিকানায় ১৯০৫ সালের জানুয়ারি মাসে এই দোকানটির গোড়াপত্তন করেন গিরীন্দ্র কুমার লাহা৷ ছবি আঁকার সামগ্রীর এই দোকানের পরতে পরতে রয়েছে ইতিহাসের ছোঁয়া৷

https://p.dw.com/p/3oNGK

তখনকার সময়ে পাঁচশ টাকা মূলধন নিয়ে শুরু করা এই দোকানটি অতি দ্রুত কলকাতার চারুকলা শিল্পীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে৷ ছবি আঁকার জন্য প্রয়োজনীয় রঙ, তুলি, কাগজ, ক্যানভাস কিনতে এই দোকানে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যজিৎ রায়, মকবুল ফিদা হুসেনসহ অনেক খ্যাতনামাই৷ ১১৫ বছর পার করেও অতীত সুনাম অক্ষুণ্ণ রেখে শহরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে চলেছেন গিরীন্দ্র কুমারের পৌত্র সিদ্ধার্থ লাহা৷