1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে ঝুলন্ত পার্লামেন্টের আভাস

৫ মার্চ ২০১৮

ইটালির এবারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন মধ্য-বামপন্থি দল তৃতীয় অবস্থানে রয়েছে, আর বেশিরভাগ ভোট পড়েছে ডানপন্থিদের ঝুলিতে৷ সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ডানপন্থি জোট সরকারের নেতৃত্ব দেবে বলে ধারণা করা হচ্ছে৷

https://p.dw.com/p/2thzl
ছবি: picture-alliance/Pacific Press/C. Menna

জোট জয় পেয়ে গেলেও কর কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ৮১ বছরের বার্লুসকোনি আগামী বছরের আগে ক্ষমতা গ্রহণ করতে পারবেন না৷

প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বার্লুসকোনির দল ‘ফোরসা ইটালিয়া', কট্টর ডানপন্থি দল নর্দার্ন লিগ এবং ব্রাদার্স অফ ইটালি– এই তিন দলের জোট পেয়েছে ৩৭ ভাগ ভোট৷ দ্বিতীয় অবস্থানে থাকা অতিবামপন্থি ফাইভ স্টার মুভমেন্ট বা এমফাইভএস পেয়েছে ৩১ ভাগ ভোট৷ ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ২৩ ভাগ ভোট৷ মাত্তেও সালভিনি'র অ্যান্টি-ইমিগ্র্যান্ট নর্দার্ন লিগ পেয়েছে ১৮ ভাগ ভোট৷ বার্লুসকোনির দল ‘ফোরসা ইটালিয়া' একা পেয়েছে ১৪ ভাগের কম ভোট৷

Italien Wahl 2018 | Protest gegen Berlusconi
বার্লুসকোনি ভোট দেয়ার সময় এক নারীর বিক্ষোভছবি: picture alliance/AP Photo/L. Bruno

ঝুলন্ত পার্লামেন্ট?

যদিও বার্লুসকোনির জোট এগিয়ে আছে, কিন্তু সরকার গঠনের জন্য যে পরিমাণ ভোট দরকার, তা নেই তাদের৷ সরকার গঠনের জন্য প্রয়োজন ৪০ ভাগ ভোট৷ চূড়ান্ত ফলাফল যদি ঝুলন্ত পার্লামেন্টের আভাস দেয়, তবে প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা পরবর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেবেন৷ ২০১৩ সালেও একই ঘটনা ঘটেছিল, তৎকালীন প্রেসিডেন্টকে সরকার গঠনের দায়িত্ব নিতে হয়েছিল৷

বিশ্লেষকদের ধারণা, প্রেসিডেন্ট মাতারেল্লা বর্তমান প্রধানমন্ত্রী পাওলো জেন্টিলোনিকে তাঁর দল পিডি'র নেতৃত্বে সরকার গঠন করতে বলবেন৷ এবারের নির্বাচনে অনেক কম ভোটার ভোট দিয়েছেন৷ গতকাল ভোট পড়েছে মাত্র ৫৮ ভাগ, যেখানে ২০১৩ সালে পড়েছিল ৭৫ ভাগ ভোট৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)