1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অভিবাসনইটালি

ইটালি থেকে বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স

১ নভেম্বর ২০২২

ইটালিতে বসবাসকারী অভিবাসীদের নিজের দেশে পাঠানো রেমিট্যান্স ২০২১ সালে বেড়ে ৭৭০ কোটি ইউরোতে দাঁড়িয়েছে, যা গত দশকের মধ্যে সর্বোচ্চ। ২০২১ সালে সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছিলেন বাংলাদেশিরা।

https://p.dw.com/p/4IvdI
 ইটালিতে বসবাসকারী বিদেশিদের মাধ্যমে মূল দেশে পাঠানো রেমিট্যান্স উল্লেখযোগ্যভাবে বেড়েছে
ইটালিতে বসবাসকারী বিদেশিদের মাধ্যমে মূল দেশে পাঠানো রেমিট্যান্স উল্লেখযোগ্যভাবে বেড়েছেছবি: Arafatul Islam/DW

রোমের আইডিওএস স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার ২০২১ সালের অভিবাসন পরিসংখ্যান সংক্রান্ত রিপোর্টে এ কথা জানা গিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, গত দুই বছরে নানারকম অস্থিরতা সত্ত্বেও ইটালিতে বসবাসকারী বিদেশিদের মাধ্যমে মূল দেশে পাঠানো রেমিট্যান্স উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২০ সালে ১২.৫% অপ্রত্যাশিত বৃদ্ধির তুলনায় এটি আরো অনেকটা বেশি। আইডিওএস স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার গত মাসে একটি নতুন ডসিয়ারে এই তথ্য জানিয়েছে।

সেন্টারটি বলেছে, "পেমেন্ট ইনস্টিটিউট এবং অন্যান্য অনুমোদিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিদেশে অর্থ স্থানান্তর ২০২১ সালে মোট ৭৭০ কোটি ইউরো। ২০২০ সালের তুলনায় যা ১৪.৩% বেশি। "

এটি গত এক দশকের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি বলে জানিয়েছে তারা। ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে পাঁচ বছরের সময়কালে আন্তর্জাতিক সংকটের জন্য রেমিট্যান্স "স্থিতিশীলভাবে" বার্ষিক সাত বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছিল। ২০১১ সালে যা ছিল রেকর্ড সংখ্যক আট বিলিয়ন ইউরো।

প্রতিবেদনে বলা হয়েছে, "রেমিট্যান্স বৃদ্ধির প্রবণতা সম্ভবত ২০২২ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। চলতি বছরের প্রথম তিনমাসে ইটালি থেকে পাঠানো রেমিট্যান্স আগের বছরের একই সময়ের তুলনায় ৭.৭% বৃদ্ধি পেয়েছে। এতে ২০২১ সালের মতো একইরকম প্রবাহ রয়েছে।

শীর্ষ জাতীয়তা

২০২১ সালে সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছিলেন বাংলাদেশিরা। তারা পাঠিয়েছিলেনা ৮৭৩ মিলিয়ন ইউরো বা প্রায় আট হাজার ৭৬৮ কোটি টাকা, যা মোটের ১১.৩%। তারপরে ছিল পাকিস্তান (৫৯৭ মিলিয়ন বা ৭.৭%) এবং ফিলিপাইন্স (৫৯০ মিলিয়ন বা ৭.৬%)।

২০২১ সালে এগুলি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, প্রায় ২০ থেকে ৩৫ শতাংশ।

মরক্কো (+২৭.৭%) এবং সেনেগালের (+১৯.৬%), পাশাপাশি পেরু, ইকুয়েডর এবং ডোমিনিকান রিপাবলিকে (+১৪/১৬%) পাঠানো রেমিট্যান্সের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

যদিও সপ্তম বছরে রোমানিয়া (-৬.৮%) এবং ইউক্রেনের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কমেছে (-৬.২%)।

লিবিয়ার মৌ চুক্তি

রেমিট্যান্স, রাজস্ব, অর্থনৈতিক অবদানএবং ইটালিতে বিদেশি জনসংখ্যার পরিসংখ্যান ছাড়াও ইটালি এবং লিবিয়ার মধ্যে সমঝোতা চুক্তি সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে প্রতিবেদনে। এনজিওগুলি লিবিয়ার সঙ্গে ইটালির এই চুক্তির তীব্র সমালোচনা করেছে। সরকার এটি বন্ধ না করলে নভেম্বরে স্বতঃপ্রণোদিতভাবে চুক্তি নবায়ন হওয়ার কথা।

প্রতিবেদন বলছে, "(ইইউ) ২০২০ সালের সেপ্টেম্বরের অভিবাসন এবং আশ্রয়ের নতুন চুক্তির দ্বারা প্রস্তাবিত সমাধানগুলি সিস্টেমের দুর্বলতা কাটিয়ে উঠতে অনেকগুলো গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। তবে মূল সমস্যা মোকাবিলার প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হয়েছে।"

রিপোর্টে বলা হয়েছে, "অভিবাসী এবং শরণার্থীদের নির্যাতন ও শোষণের একাধিক প্রমাণ থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলিতে ইটালি এবং ইইউ চুক্তি অব্যাহত রেখেছে। অভিবাসী নৌকা আটকাতে লিবিয়ার বাহিনীকে অর্থায়ন করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের স্বাধীন মিশন ২০২১ সালের অক্টোবরে যেটিকে 'যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ' বলে অভিহিত করেছিল।

শুধুমাত্র গত বছরেই ৩২ হাজার ৪৫০ জনকে সমুদ্রে আটক করে লিবিয়ায় ফেরানো হয় বলে জানা গিয়েছে।

আরকেসি/এআই

(অভিবাসন পরিসংখ্যান ডসিয়ারের ৩২তম সংস্করণ কনফ্রন্তি এবং ইনস্তিতুতো দি স্তুদির পলিটিকি "এস.পিও ভি" এর সকর্ড পরিমাণ রেমিট্যান্স)

প্রথম প্রকাশ: ১ নভেম্বর , ২০২২ ইনফোমাইগ্রেন্টস

অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷