1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালির টেলিভিশনে অর্ধ নগ্ন নারী

১৮ ফেব্রুয়ারি ২০১০

গত কয়েক দশক ধরে ইটালির টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে অর্ধ নগ্ন নারীদের৷ কোন কুইজ শো বা টক শোতে এরা সারাক্ষণই নেচে বেড়াচ্ছে৷ এর প্রতিবাদে এগিয়ে এসেছে আরেকটি টেলিভিশন শো৷

https://p.dw.com/p/M5Cr
খোলামেলা পোষাকে ইটালির মডেলছবি: AP

প্রতিবাদমূলক এই শোটি একটি তথ্যচিত্র তৈরি করেছে৷ তারা বেশ উচ্চস্বরেই সমালোচনা করছে মেয়েদের বড্ড বেশি খোলামেলাভাবে টেলিভিশনে উপস্থাপনার জন্য৷ দিনে বা রাতে যখনই টেলিভিশন খোলা হোক না কেন - এসব অর্ধ নগ্ন মেয়ে দেখা যাবে৷

টিভি খুললেই দেখা যাবে মিনি স্কার্ট, স্কিন টাইট টপস পরে অল্প বয়সি কিছু মেয়ে অনুষ্ঠান উপস্থাপকের আশে পাশে সমানে দাপিয়ে বেড়াচ্ছে৷ কিন্তু গত বছরের শেষে মহিলা ব্যবসায়ী লরেলা জানারদো সিদ্ধান্ত নিলেন, ‘এসব নোংরামি আর নয়- অনেক হয়েছে৷'

Fashionweek in Milano - Spring/Summer 2010 Kollektion von Dolce & Gabbana
নিজেদের রূপ দেখাতে সবাই ব্যস্তছবি: AP

জানারদো বললেন, আমি যখনই টেলিভিশন অন করি তখনই আতঙ্কিত হয়ে এসব চিত্র দেখি৷ আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়৷ আমার রাগ হয়৷ তখনই আমি সিদ্ধান্ত নেই এসব বন্ধ করার৷

জানারদোর সঙ্গে যোগ দিয়েছেন তাঁর অন্য দুই সহকর্মী৷ তিন জন মিলে সিদ্ধান্ত নেন ৩০ মিনিটের ডকুমেন্টারি তৈরি করবেন তাঁরা৷ নাম দেয়া হয়েছে ইল কর্পো দেল্লে দনে - অর্থাৎ নারীর শরীর৷

ডকুমেন্টারিতে এসব টক শো এবং কুইজ শো থেকে মেয়েদের প্রায় নগ্ন মনে হতে পারে এমন চিত্রগুলোই তুলে ধরা হয়েছে৷ এর মধ্যে রয়েছে একটি গেম শো৷ একটি মেয়েকে বিশাল একটি হুকে ঝোলানো হয়েছে এবং তাঁর পুরুষ সঙ্গী তাঁর পেছন দিকে সমানে হাত বুলিয়ে যাচ্ছে৷ আরেকটি জনপ্রিয় শো-তে দেখানো হয়েছে আরেকটি মেয়ে একটি কাঁচের টেবিলের নীচে বসে আছে - খাঁচায় আটকানো পশু যেভাবে বসে থাকে, ঠিক সেভাবে৷ মেয়েটির গায়ে কাপড় বলতে কিছুই নেই৷ মেয়েটি নির্বোধের মত হাসছে৷ এই ডকুমেন্টারির মধ্যে দিয়ে জানারদো প্রশ্ন করেছেন, কেন ইটালির এসব মেয়ে এই অপমান সহ্য করছে, কেন তাদের নিয়ে খেলার সুযোগ তারা দিচ্ছে ?

Bildgalerie Mode Mailand Italien Lorenzo Riva
আরো স্বচ্ছ পোশাকে কোন আপত্তি নেই !ছবি: AP

জানারদো জানালেন, আমার মনে হয়, মেয়েরা ভয় পায় যে এত খোলামেলা না হলে কোন পুরুষ তাকে গ্রহণ করবে না৷ পুরুষের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলা ইটালির সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ বিশেষ করে অল্পবয়স্ক মেয়েদের জন্য৷ তারা কোন অবস্থাতেই এই পরিস্থিতির পরিবর্তন চায় না৷ যদি তারা একা হয়ে যায় ? যদি কোন বন্ধু না জোটে ?

জানারদো হাতে নিয়েছেন এই অসম্ভবকে সম্ভব করার মিশন৷ এবং তাঁর এই ডকুমেন্টারি ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইটালিতে৷ ইল কর্পো দেল্লে দনে - অনুষ্ঠানটি প্রায় এক লক্ষ দর্শক ইন্টারনেটে দেখেছে৷ জানারদো অসংখ্য আমন্ত্রণ পেয়েছেন ইটালির অন্যান্য টেলিভিশন চ্যানেল থেকে৷ সবাই অনুষ্ঠানটি প্রচার করতে চায়৷ এখন প্রায় সময়েই তিনি ব্যস্ত থাকেন সারা ইটালিতে, প্রতিটি শহরেই তাঁকে যেতে হয়৷ বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তিনি তুলে ধরতে চান অন্য মেয়েদের আর এক ছবি৷

জেনোয়ার একটি স্কুলে টেলিভিশন শো-র ভিডিও দেখানো হচ্ছে৷ শো দেখানোর পর সবাই নিচু গলায় কথা বলছে৷ অনেকক্ষণ পর উঠে দাঁড়াল একটি মেয়ে৷ ১৮ বছরের স্কুল ছাত্রীটি জানালো, যেভাবে এসব মেয়ে নিজেদের টেলিভিশনের পর্দায় তুলে ধরছে তা কোনভাবেই মেনে নেয়ার মত নয়৷ কিন্তু এই মেয়েটি আরো অনেক মেয়েকে চেনে যারা পয়সার জন্য সব কিছুই করতে রাজি৷ এভাবে সহজেই অনেক পয়সা উপার্জন করা যায়৷

এই মেয়েগুলো কোন অবস্থাতেই কারো শিকার নয়৷ তারা ইচ্ছে করেই এগুলো করছে, তারা খুব ভাল করেই জানে তারা কি করছে৷ এসব মেয়ে নিজেদেরই ছোট করছে৷ বিশেষ করে যে মেয়েটি টেবিলের নীচে নিজেকে আটকে রেখেছে, সে মেয়েটি এই কাজের জন্য তিন হাজার ইউরো পেয়েছে৷

Italien Mode Werbung Umstrittene Dolce & Gabbana-Werbung
পত্রিকার প্রচ্ছেদ স্থান করে নিয়েছে স্বল্প বসনারাছবি: picture-alliance/ dpa

২০ বছরের আরেকটি ছাত্রী জানাল, টেলিভিশন শো-র মধ্যে দিয়ে সে যেন নিজেকেই দেখেছে, জেনেছে তাকে কিভাবে সবাই দেখতে চায়৷ মেয়েটি আরো বলল, আমি স্বীকার করছি এগুলো মোটেই সম্মানজনক কাজ নয়৷ কিন্তু আমিও এসব মেয়ের মত সফল হতে চাই৷ আমাকে সবাই টেলিভিশনে দেখবে - খারাপ কি ? হাই হিল জুতো, অত্যন্ত সুগঠিত শরীর, সু-উচ্চ বক্ষ৷ সবকিছুই !

জানারদো জানালেন, তিনি বোঝেন কেন সব মেয়ে অত্যন্ত আকর্ষণীয় একটি শরীর চায়৷ এবং এজন্য কেউই লজ্জিত নয়৷ কিন্তু তা নিয়ে ডকুমেন্টারি তৈরি হয়নি৷ সেখানে বলা হয়েছে, অনেক ধরণের মহিলা সমাজে রয়েছে, সবাই একরকম নয় - তাদের দেখানো হোক৷ অনেকেই বলেছেন, পুরুষদের হাতে টেলিভিশন এবং শো বিজ জগৎ পণবন্দি হয়ে আছে৷ যেমন ইটালির প্রচার মাধ্যমের রক্ষাকর্তা হচ্ছেন সিলভিও বের্লুসকনি৷ সম্প্রতি যৌনকর্মী এবং অল্প বয়স্ক মেয়েদের সঙ্গে সম্পর্কের কারণে তিনি বেশ সমালোচিত হয়েছেন৷ কিন্তু জানারদো জানান, দর্শকদেরও দোষ রয়েছে৷ তারাও নীরবে মেনে নিয়েছেন এসব শো৷ জানারদো বেশ জোর দিয়েই বললেন, শুধু বের্লুসকনি দোষী নন, গোটা ইটালির সমাজই এই দোষে দোষী৷

প্রতিবেদক: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুস সাত্তার