1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোভিশন আয়োজনে মহা ব্যস্ত জার্মানির ড্যুসেলডর্ফ

৭ মে ২০১১

ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা ২০১১ আর এক সপ্তাহ পরেই৷ এ বছরের চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজক ড্যুসেলডর্ফ৷ এ নিয়ে মহা তোড়জোড় চলছে জার্মানির এই শহরটিতে৷ ড্যুসেলডর্ফ যেন প্রহর গুনছে সেই মুহূর্তটির৷

https://p.dw.com/p/11B3p
ইউরোভিশন আয়োজনে মহা ব্যস্ত ড্যুসেলডর্ফছবি: DW

হ্যানোভার, বার্লিন এবং হামবুর্গকে পেছনে ফেলে এ আসরের আয়োজক হবার গৌরব অর্জন করেছে ড্যুসেলডর্ফ৷ আর এই মহা আয়োজনের জন্য বেছে নেয়া হয়েছে স্থানীয় ফুটবল স্টেডিয়াম৷ ১৪ মে চূড়ান্ত প্রতিযোগিতা৷ আসরের জন্য ছয় সপ্তাহ আগ থেকেই শুরু হয়েছে প্রস্তুতিপর্ব৷ ফলে শহরের জনপ্রিয় ফুটবল ক্লাব ফরটুনাকে এই মাঠের বদলে খেলতে হচ্ছে অন্য মাঠে৷ এই স্টেডিয়ামে ২০ হাজার দর্শকের বসার ব্যবস্থা রয়েছে এবং স্টেডিয়ামটি তৈরির পেছনে খরচ করা হয়েছে প্রায় ৩০ লাখ ইউরো৷ এছাড়া ড্যুসেলডর্ফ শহরকে সাজানো এবং অনুষ্ঠান আয়োজনের জন্য সব মিলিয়ে বাজেট ধরা হয়েছে ৭৮ লাখ ইউরো৷ ডয়চে ভেলেকে এসব তথ্য জানিয়েছে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান আনড্রে বশেম৷

২০১০ এর আসর হয়েছিলো অসলোতে৷ তাদের অভিজ্ঞতা জানতে ড্যুসেলডর্ফ'এর কর্মকর্তারা অসলো ঘুরে এসেছেন৷ ২০১০ এর ইউরোভিশন চ্যাম্পিয়ন হয় জার্মানির মেয়ে লেনা মায়ার-লান্ডরুট৷ এবারের আসরেও প্রতিযোগী তিনি৷ অসলো ঘুরে আসার পর আন্ড্রেবশেম বলেন, গত বছরের ইউরোভিশন সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আয়োজন করার ফলে এই আসরের জন্য অসলোত লাখ লাখ পর্যটক বেড়েছে৷ একইসঙ্গে ২০১০ এর প্রতিযোগিতা স্থানীয় এবং আন্তর্জাতিক মাধ্যমে পরিচিতি পেয়েছে৷ অসলোর যতগুলো গণমাধ্যমে এ নিয়ে খবর এসেছে তার জন্য অসলোকে খরচ করতে হতো ২০ কোটি ইউরো৷

Deutschland Musik ESC 2011 Eurovision Song Contest Kati Wolf Ungarn
ইউরোভিশনে হাঙ্গেরির কাটি ভোল্ফছবি: EBU

এই উপলক্ষ্যে ড্যুসেলডর্ফ চেষ্টা করছে নিজেদের এইভাবে গড়ে তুলতে যাতে শহরটি অর্থনৈতিক এবং পর্যটনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়৷ ৪৩ দেশের একহাজারেরও বেশি প্রতিনিধিদের জন্য থাকার ব্যবস্থা করতে হচ্ছে৷ থাকার ব্যবস্থা করা হচ্ছে আড়াই হাজার সাংবাদিকের জন্য৷ ১৪ তারিখে ফাইনালের আগে আরও দু'টি সেমিফাইনাল হবে সেখানে৷ যেখানে প্রায় ৩৬ হাজার দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে৷ গোটা বিশ্বের প্রায় সাড়ে ১২ কোটি দর্শক টৈলিভিশনে এটি উপভোগ করবে বলে তারা আশা করছেন৷ সম্প্রচারের খরচ হবে ২ থেকে আড়াই কোটি টাকা৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক