1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে শিরোপা জিতল এক টন ওজনের কুমড়া

১৩ অক্টোবর ২০১৭

পর পর দুই বছর ইউরোপে সবচেয়ে বেশি ওজনের মিষ্টি কুমড়ার জন্য শিরোপা জিতলেন বেলজিয়ামের কৃষক মাথিয়াস উইলেমিনস৷ তাঁর ফলানো কুমড়াটির ওজন এক টনেরও বেশি৷

https://p.dw.com/p/2lnYI
ছবি: picture-alliance/dpa/S. Gollnow

বেলজিয়ামের কৃষক মাটিয়াস ভিলেমিনসের ‘কলোজাল' মিষ্টিকুমড়াটির ওজন ১ হাজার ৮ কিলোগ্রাম৷ ৮ই অক্টোবর জার্মানির শহর লুডভিগসবুর্গ এ কুমড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে শিরোপা জেতেন মাটিয়াস৷ ২৪ বছর বয়সি এই কৃষকের গতবারের কুমড়াটির ওজন অবশ্য এবারের চেয়ে বেশি ছিল৷ সেবার তাঁর কুমড়ার ওজন ছিল ১ হাজার ১৯০ কেজি, যা বিশ্ব রেকর্ড গড়েছিল৷

বিশাল এই কুমড়াটি একশ দিনেরও বেশি সময় ধরে রেখে দেয়া হয়েছিল, বাড়ার জন্য৷ গ্রীষ্মে ভীষণ গরমে এটাকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন হয়েছিল কয়েক হাজার লিটার পানি৷ দিনে এটির ওজন ৩০ কেজি পর্যন্ত বাড়তে পারে৷

এ বছরের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইটালির স্তেফানো কুতুরুপি৷ তাঁর কুমড়ার ওজন ছিল ৮৪৯ কেজি৷ আর তৃতীয় স্থান অধিকার করেছে পোল্যান্ডের এক কৃষকের মিষ্টি কুমড়া৷ ডোমিনিক কেদসিয়াকের কুমড়াটির ওজন ছিল ৮৩৬ কেজি৷

এর আগে জার্মানিতে অনুষ্ঠিত হয় বড় কুমড়ার প্রতিযোগিতা৷ সেই প্রতিযোগিতায় বিজয়ীরা ইউরোপের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল৷ জার্মানিতে সবচেয়ে বেশি ওজনের মিষ্টি কুমড়ার শিরোপা জিতেছিল বাভেরিয়ার একদল কৃষক৷ তাদের কুমড়াটির ওজন ছিল ৭৯২ দশমিক ৫ কিলোগ্রাম৷ দ্বিতীয় অবস্থানে ছিল হেসের একটি দল, তাদের কুমড়ার ওজন ছিল ৬৪৪ কেজি৷

কিন্তু এবারের কোনো কুমড়াই গতবারের কুমড়ার ওজনের কাছাকাছি যেতে পারেনি৷ গতবার জার্মানিতে যে কুমড়াটি চ্যাম্পিয়ন হয়েছিল, তার ওজন হয়েছিল ৯০১ কেজি৷ গত বছর সেই কুমড়ার জন্য পুরস্কার জিতেছিলেন পেটার বোনার্ট, যিনি এই কুমড়া ফলাতে দিনে ৬ ঘণ্টা মাঠে কাজ করতেন এবং গত কয়েক বছর ধরেই তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন৷ তিনি সেসময় সাংবাদিকদের বলেছিলেন, ইন্টারনেটে এ ধরনের কুমড়ার বীজ বিক্রি হয় নিলামে৷ এক একটির বীজের দাম কয়েকশ' ইউরো পর্যন্ত হয়ে থাকে৷ মে মাসে এই বীজ বোনা হয় এবং ধীরে ধীরে এটি থেকে চারা হয় এবং তা বাড়তে থাকে৷

নভেম্বরের ৫ তারিখে এই কুমড়াগুলি ছোট ছোট আকারে টুকরো করা হবে৷ এছাড়া অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শুরু হবে কুমড়া উৎসব৷

এপিবি/এসিবি (ডিপিএ)