1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে ইসলামভীতি

১১ জানুয়ারি ২০১১

জার্মানি এবং ফ্রান্সের মোট ৪০ শতাংশ মানুষ ইসলামকে তাদের জাতীয় সত্তার পক্ষে একটি বিপদ বলে মনে করেন৷ এছাড়া ফরাসিদের দুই-তৃতীয়াংশ এবং জার্মানদের এক-চতুর্থাংশের মতে মুসলিমদের সমাজে অন্তর্ভুক্ত করা কঠিন৷

https://p.dw.com/p/zwAi
ছবি: AP

ফরাসি ‘ল্য মঁদ' পত্রিকার উদ্যোগে জার্মানি এবং ফ্রান্সে জরিপটি চালানো হয়৷ তবে জার্মানির মানুষ যে পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের অধিবাসীদের চেয়ে ইসলাম এবং অপরাপর অ-খ্রীস্টিয় ধর্মের প্রতি বেশি অসহিষ্ণু, সেটা এর আগেই একটি আরো ব্যাপক সমীক্ষায় ধরা পড়েছিল৷ জার্মানির ম্যুনস্টার বিশ্ববিদ্যালয় এবং টিএনএস এমনিড জনমত সমীক্ষা প্রতিষ্ঠান ঐ জরিপটি চালায় ইউরোপের পাঁচটি দেশে : জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং পোর্তুগাল৷ গতবছরের গ্রীষ্মে ঐ পাঁচটি দেশের প্রত্যেকটিতে ১,০০০ সাক্ষাৎকার নেওয়া হয়৷

দেখা যায়, যেহেতু জার্মানিতে আনুপাতিকভাবে বেশী মুসলিমের বাস, সেহেতু এখানে সংস্কৃতি এবং ধর্মপালনের ক্ষেত্রে ক্রমেই আরো বেশী সংঘাতের প্রবণতা পরিলক্ষিত হচ্ছে - যেমন মসজিদ নির্মাণ অথবা হিজাব ধারণ নিয়ে৷ অপরাপর দেশে সংঘাতের কারণ অন্য : যেমন ফ্রান্সে বোরখা পরা নিয়ে; অথবা যেমন নেদারল্যান্ডসে ইসলাম সমালোচক থেও ভ্যান গগ'এর হত্যাকাণ্ডের পর ওলন্দাজ সমাজ তার মুক্ত, সহিষ্ণু ভাবমূর্তি থেকে অনেক দূরে সরে এসেছে৷ পোর্তুগালে অ-ক্যাথলিক খ্রীস্টানদের সংখ্যা এতোই কম যে, সেখানে সংঘাতের সম্ভাবনাও অনুরূপ কম৷

কিন্তু সাধারণভাবে পরধর্ম অসহিষ্ণুতার ক্ষেত্রে জার্মানরাই দৃশ্যত এগিয়ে : যেমন মসজিদ নির্মাণ থেকে মিনারের উচ্চতা, সব কিছুতেই তাদের আপত্তি অন্যান্য দেশের চেয়ে কিছুটা বেশী৷ মজার কথা, এই জার্মানরাই কিন্তু অন্য ধর্মের মানুষ ও তাদের সমাজের প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল হতে, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের ধর্মপালনের পর্যাপ্ত সুযোগসুবিধা দিতে সচেষ্ট৷ এটা জার্মানদের ন্যায় এবং সমানাধিকার বোধের ফল, বলে মনে করছেন সমীক্ষকরা৷

ইসলাম সম্পর্কে কোন দেশে কি ধারণা, তা দৃশ্যত পারষ্পরিক যোগাযোগের উপরেও নির্ভর করে৷ যেমন জার্মানির পশ্চিমাঞ্চলের মাত্র ৪০ শতাংশ মানুষের, এবং পূর্বাঞ্চলের এমনকি মাত্র ১৬ শতাংশ মানুষের মুসলিমদের সঙ্গে কিছুমাত্র সংশ্রব আছে৷ সে তুলনায় ৬৬ শতাংশ ফরাসির মুসলিমদের সঙ্গে যোগাযোগ আছে৷ ঠিক সেভাবেই, অন্যান্য দেশগুলিতে ৫০ থেকে ৬০ শতাংশ মানুষ ইসলাম সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন - জার্মানিতে সে অনুপাতে মাত্র ৩৪ শতাংশ৷

তবে ইসলাম পশ্চিমা বিশ্বের সঙ্গে খাপ খায় কিনা, এ' প্রশ্নের উত্তরে জার্মানি সহ প্রায় সব দেশগুলিতেই মাত্র ২০ থেকে ৩০ শতাংশ মানুষ মনে করেন: ইসলাম পশ্চিমা সমাজ, সংস্কৃতি, জীবনধারার সঙ্গে খাপ খায় না৷ অথচ মুসলিমরা যে আজ জার্মানি, এমনকি ইউরোপের অঙ্গ, সেটা কারোরই না জানা থাকার কথা নয়৷

প্রতিবেদন: সাবিনে রিপার্গার; অনুবাদ: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: দেবারতি গুহ