1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে আলাদা মুদ্রা রেটিং সংস্থা চালুর চিন্তাভাবনা

৩ মার্চ ২০১০

ইউরো চালু আছে এমন ১৬টি দেশ মুদ্রা রেটিং-এর জন্য আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলোর প্রভাব থেকে বেরিয়ে আসতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকেই এ ধরণের আলাদা একটি ইউনিট সৃষ্টির চিন্তাভাবনা করছে বলে জার্মান একটি পত্রিকা জানিয়েছে৷

https://p.dw.com/p/MIVb
ইউরো ব্যবহারকারী দেশগুলো মুদ্রা রেটিং-এর জন্য ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকে আলাদা একটি ইউনিট স্থাপনের চিন্তা করছেছবি: AP

ব্যবসা-বাণিজ্যের খবর নিয়ে দৈনিক প্রকাশিত পত্রিকা হান্ডেলসব্লাট ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রণালয়ের একটি অপ্রকাশিত সূত্র উল্লেখ করে এ খবরটি প্রকাশ করেছে৷

তবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপির কাছে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি৷

জার্মান ঐ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন যে, আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলো মার্কিন বিনিয়োগ ব্যাংক লেম্যান ব্রাদার্স সম্পর্কে সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছিল৷ পরে ২০০৮ সালে ব্যাংকটি বন্ধ হয়ে যায়৷ ঐ ঘটনাই পরবর্তীতে গত ছয় দশকের মধ্যে বিশ্বব্যাপী আসন্ন সবচেয়ে খারাপ আর্থিক মন্দার সঙ্কেত দেয়৷

তাই কর্মকর্তারা বিকল্প একটি সংস্থার চিন্তাভাবনা থেকেই এ ধরণের পরিকল্পনা করছেন বলে পত্রিকাটি জানিয়েছে৷

নুতন এই সংস্থাটি গঠন করতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ১০ থেকে ২০ জন কর্মকর্তার প্রয়োজন হবে যাদেরকে ব্যাংকটির অর্থনৈতিক গবেষণা বিভাগ থেকে নিয়োগ দেয়া যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷

তবে গ্রীসের চলমান ঋণ সমস্যা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে ব্যস্ত থাকায় এবং একটি নুতন সংস্থার উদ্ভব বাজারকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এই আশঙ্কায় কবে নাগাদ পরিকল্পনাটি বাস্তবায়িত হতে পারে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি বলে পত্রিকাটি জানিয়েছে৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক