1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের ফুটবলে ম্যাচ কেলেঙ্কারির বিচার শুরু

৭ অক্টোবর ২০১০

ইউরোপের ফুটবলে ম্যাচ কেলেঙ্কারির খবর ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে৷ আর ঘুসের বিনিময়ে ম্যাচ পাতানোর অভিযোগের বিষয়ে মামলার বিচারের কাজ শুরু হয়েছে৷

https://p.dw.com/p/PY9Z
অর্থের বিনিময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার অভিযোগ (ফাইল ফটো)ছবি: dapd

জার্মানির বোখুম শহরের আদালতে আজ থেকে শুরু হওয়া বিচারের মুখোমুখি হলেন অভিযুক্ত চার আলোচিত ব্যক্তি৷ তাদের শুধু নাম প্রকাশ করা হয়েছে, পদবী গোপন রাখা হচ্ছে৷ এই চারজন হলেন ন্যুরেটিন, টুনা, স্টেভান এবং ক্রিস্টিয়ান৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, ইউরোপে জুড়ে অন্তত ৩০টিরও বেশি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তারা অর্থের বিনিময়ে৷

অভিযোগগুলোর বিষয়ে ইতিমধ্যে তদন্ত করেছেন গোয়েন্দারা৷ আর বিচারের সাক্ষ্যপ্রমাণ যদি এদের বিরুদ্ধে যায়, তাহলে তারা সর্বোচ্চ ১০ বছর জেল এবং আর্থিক দণ্ডে দণ্ডিত হতে পারেন৷

জার্মানি, বেলজিয়াম, স্লোভেনিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া এবং সুইজারল্যান্ডে গত মৌসুমের ফুটবল ম্যাচগুলোর বেশ কিছু খেলার গতিপ্রকৃতি বদলে নিজেদের মনোমত দলের জয়ের জন্য তারা হয় একাধিক খেলোয়াড়, না হয় রেফারিকে ঘুস দিয়েছিলেন বলেই অভিযোগ করছেন তদন্তকারী কর্মকর্তারা৷

তবে ইউরোপের বিভিন্ন স্থানে সব মিলিয়ে অন্তত ৩০০টি ম্যাচের ফলাফল বদলে দেয়ার অভিযোগের তদন্ত কিন্তু চলছেই৷ আর ম্যাচ পাতানোর মতো ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আড়াইশ ব্যক্তির কর্মকাণ্ডের তদন্তও চলছে বিশাল পরিসরে৷ এরই প্রথম পদক্ষেপেই ৩২টি অভিযুক্ত ম্যাচের বিষয়ে শুনানি হচ্ছে বোখুমে৷

সংবাদসংস্থাগুলো জানাচ্ছে, এই অপরাধী চক্র মূলত স্থানীয় এবং আঞ্চলিক পর্যায়ের জনপ্রিয় আসরগুলোকে বেছে নিত জুয়ার জন্য৷ আর জুয়ায় জেতবার জন্য তারা শরণাপন্ন হতেন অবৈধ পন্থার৷

এদিকে জার্মান জাতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, জার্মান বুন্ডেসলিগার ম্যাচগুলোতে ঘুস কেলেঙ্কারির মতো কোন ঘটনা না ঘটলেও তারা ম্যাচগুলোর প্রতি তীক্ষ্ণ নজর রেখেছেন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন