1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় ইউনিয়নের সবুজ সপ্তাহ

২৭ মে ২০১১

ব্রাসেলসে শুক্রবারই শেষ হতে চলল এক পরিবেশ রক্ষা সম্মেলন, নাম ‘গ্রিন উইক’ - সবুজ সপ্তাহ’৷ পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির যথাযোগ্য ব্যবহারের ওপর জোর দিতেই এই আয়োজন৷

https://p.dw.com/p/11Oq7
Green Week:Mobiltelefone werden engesammelt und recycelt - Hier eine Aktion bei Green Week Alle Fotos sind von mir gemacht worden, Irene Quaile-Kersken.
ছবি: DW

পানি, শস্য, জ্বালানি তেল – সবকিছুই শেষ হয়ে আসছে৷ প্রাকৃতিক এসব সম্পদের ব্যবহার চলছে দশকের পর দশক ধরে৷ এর মূল কারণ হল মানুষের চাহিদা কমেনি বরং বেড়েছে৷ ব্রাসেলসের ‘সবুজ সপ্তাহ' সম্মেলনে জানানো হয়েছে, অত্যন্ত বিচক্ষণভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে হবে৷

ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা এবং বোদ্ধারা বেশ জোর দিয়েই বলছেন,‘‘প্রতিটি সম্পদই আমাদের ব্যবহার করতে হবে একাধিকবার, বারবার৷ তা পরিবেশের জন্য ভাল এবং ব্যবসার জন্যও লাভজনক৷''

ইউরোপীয় ইউনিয়নের দপ্তরের সামনে ইইউ-র পরিবেশ দপ্তরের কমিশনার ইয়ানেস পোটোচনিক সাংবাদিকদের অত্যন্ত কদাকর একটি প্রাণী দেখান৷ তবে প্রাণীটি ছিল প্লাস্টিকের তৈরি৷ কাপ, ব্যাগ, প্লাস্টিকের বোতল থেকে৷ এই প্রাণীটি দিয়ে বোঝানো হয়েছে – প্লাস্টিকের এই জিনিসগুলো পুনর্ব্যবহারযোগ্য৷ আমাদের জীবনযাত্রায় ‘পুনর্ব্যবহার তত্ত্ব'কে নিয়ে আসতে হবে নয়তো এসব জঞ্জাল পরিণত হবে বিশাল কোন কদাকার প্রাণীতে৷

Madeleen Driessen als "Frau Antje aus Holland", Mitte, posiert am Donnerstag, 14. Januar 2010, vor dem Brandenburger Tor in Berlin mit einer Gruppe Touristen. Die Gruene Woche, einer der groessten Landwirtschaftsmessen der Welt, findet vom 15. bis 24. Januar 2010 in Berlin statt. (DAPD Photo/Franka Bruns) --- Madeleen Driessen from Abcoude, Netherlands, dressed as 'Ms. Antje from Holland' poses with a group of tourists in front of the Brandenburg Gate in Berlin, Germany, Thursday, Jan. 14, 2010, to promote The Netherlands at the agricultural fair 'International Green Week 2010'. The fair is the most important of its kind and will run from Jan. 15 to 24, 2010. (DAPD Photo/Franka Bruns). Copyright: AP
ছবি: AP

একজন ইউরোপীয় প্রতি বছর প্রায় পাঁচশো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে – জানান পোটোচনিক৷ আর এই ব্যাগগুলো ফেলের দেয়ার পর তা পরিবেশকে দুষিত করে৷

এবারের সবুজ সপ্তাহের মূল বিষয় হল প্লাস্টিক৷ প্লাস্টিক একটি পরিবেশকে কীভাবে দুষিত করে তা জানানো হয়েছে৷ সেই সঙ্গে কীভাবে একটি প্লাস্টিকের ব্যাগ, কাপ বা বোতল বারবার ব্যবহার করা যায় তাও বলা হয়েছে৷

পোটোচনিক বলেন, আমরা যাই করি না কেন একসময় একটি প্রশ্ন আমাদের সামনে হাজির হবে আর তা হল – যথেষ্ট সম্পদ বাকি আছে কি? আর্থিক বা সামাজিকভাবে আমরা আরো সচেতন হতে পারবো কি? ভোক্তারা কি নিজেদের সংযত করবে? আমাদের আশেপাশে যথেষ্ট পণ্য বা সম্পদ কি রয়েছে যা পুনর্ব্যবহার যোগ্য?

এসব প্রশ্নের উত্তর কি আছে? তিনি এককথায় উত্তর দেন ‘না, নেই'৷ তাই এখনই সচেতন হতে হবে৷ আমাদের জীবনযাত্রার ধরণ এখনই পাল্টাতে হবে৷ আরো সবুজ চাই, বিশুদ্ধ পানি চাই, এরপাশাপাশি পুনর্নবায়নযোগ্য হতে হবে প্রতিটি জিনিস৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য