1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন প্রস্তাব

২৯ মে ২০১৩

শুধু ব্যয় সংকোচ ও সংস্কার নয়, অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন তহবিল গঠন করার প্রস্তাব দিতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন৷ কিন্তু তার পরিণাম ভয়াবহ হতে পারে বলে মনে করছে জার্মানি সহ কিছু দেশ৷

https://p.dw.com/p/18fok
Euro-Sparschwein an der EZB Symbolbild Sparen EU SParschwein Zwei Euro-Sparschweine stehen am 28.2.2003 symbolisch vor der Fassade der Europäischen Zentralbank (EZB) in Frankfurt. Finanzexperten erwarten, dass EZB-Chef Duisenberg auf der turnusmässigen Pressekonferenz am 6. März eine Leitzinssenkung bekannt geben wird.
ছবি: picture-alliance/dpa

অর্থনৈতিক মন্দা কাটাতে ইউরোপে নানা পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে৷ তবে দুশ্চিন্তার বিষয় হলো, ইউরোপের ক্ষমতাকেন্দ্রে বিষয়টি নিয়ে বড় রকমের বিভাজনের আশঙ্কা দেখা যাচ্ছে৷ জুন মাসের শেষে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনেই এই সংঘাত দেখা দিতে পারে৷ বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে এতকাল যে কড়া নিয়ম চালু আছে, তা কিছুটা নমনীয় করতে চাইছে ইউরোপীয় কমিশন৷

কমিশনের যুক্তি, শুধু সরকারি ব্যয় কমিয়ে ও সংস্কার চালিয়ে অর্থনীতি চাঙ্গা করা যাচ্ছে না৷ বাজারে চাহিদাও বাড়ছে না৷ তাই চাই বাড়তি সরকারি বিনিয়োগ৷ কিন্তু ব্যয় সংকোচের চাপে এই মুহূর্তে তারা সেটা করতে পারছে না৷ তাই বাজেট ঘাটতির নিয়ম শিথিল করতে চায় কমিশন৷ এর আওতায় ইউরোপীয় স্তরে অবকাঠামো উন্নয়নের বিশেষ তহবিল গঠন করা হবে৷ সেই তহবিলে অর্থ জমা দিলে তাকে বাজেট ঘাটতি হিসেবে ধরা হবে না৷ সেখান থেকে অর্থ নিলে অবশ্য সরকারকেও সমান অঙ্কের বিনিয়োগ করতে হবে৷

সংকটগ্রস্ত দেশগুলির জন্য এমন প্রস্তাব সুখবর হলেও জার্মানি সহ কিছু দেশ মারাত্মক বিপদের আশঙ্কা করছে৷ বাজেট ঘাটতির নিয়ম একবার শিথিল করলে ভবিষ্যতেও এমন দাবির পথ খুলে যাবে৷ তখন গোটা কাঠামোই ধসে পড়তে পারে৷ শেষ পর্যন্ত সংকটগ্রস্ত দেশগুলির সংস্কারের পথ বন্ধ হয়ে যাবে, বাজারে তাদের উপর আস্থাও কমে যাবে৷

তবে দুই শিবিরের মধ্যে বোঝাপড়ার সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছেন পর্যবেক্ষকেরা৷ তবে ইউরোপে শেষ পর্যন্ত ঐকমত্য ছাড়া কিছুই হয় না৷ ফলে আশা করা হচ্ছে, শীর্ষ নেতারা দুই শিবিরের যুক্তি বিবেচনা করে মধ্যপন্থার পথে অগ্রসর হবার চেষ্টা করবেন৷ অর্থাৎ সংকট সামলাতে কিছু ক্ষেত্রে নমনীয়তা দেখাতে হবে৷ অন্যদিকে স্থিতিশীলতা বজায় রাখতে এবং পুঁজিবাজারে অস্থিরতা এড়াতে কড়া নিয়মে হেরফের করা হবে না৷

সপ্তাহের শুরুতে ইউরোপের বাজার কিছুটা চাঙ্গা হয়ে উঠেছিল৷ ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে সোমবার ছুটি থাকায় অবশ্য স্বাভাবিক চিত্র পাওয়া যায়নি৷ এর মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ইউরো এলাকার দেশগুলি মন্দার কবলে রয়েছে৷ ফলে ইসিবি যতদিন প্রয়োজন, ততদিন সহজ আর্থিক নীতি চালিয়ে যাবে৷ পরিচালকমণ্ডলীতে জার্মানির প্রতিনিধি ইয়র্গ রাসমুসেন-এর এই আশ্বাসের ফলে বাজার কিছুটা স্বস্তি পেয়েছে৷ তবে তিনি ইউরোপীয় স্থিতিশীলতা চুক্তি শিথিল করার বিপক্ষে৷ তাঁর মতে, এ ক্ষেত্রে ‘ভালো ঋণ' বা ‘খারাপ ঋণ' বলে কিছু নেই৷ কারণ একবার ঘাটতি দেখা দিলে পুঁজিবাজার থেকেই অর্থ সংগ্রহ করতে হয়৷ ঋণের কারণ সেখানে কোনো ভূমিকা পালন করে না৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য