1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় সংসদে পুজদেমনের দায়মুক্তি প্রত্যাহার

১১ মার্চ ২০২১

ইউরোপীয় সংসদের আইনপ্রণেতারা সাবেক কাটালান নেতা কার্লোস পুজদেমন ও তার দুই সহযোগীর দায়মুক্তি প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছেন৷ এর ফলে তিনজনকেই স্পেনে ফেরত পাঠানো হতে পারে৷

https://p.dw.com/p/3qT0c
টনি কোমিন, কার্লোস পুজদেমন ও ক্লারা পনসাতি
(বাম থেকে) টনি কোমিন, কার্লোস পুজদেমন ও ক্লারা পনসাতি

পুজদেমনের সঙ্গে দায়মুক্তির সুযোগ হারানোর ঝুঁকিতে পড়া বাকি দুজন হলেন কাটালুনিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী টনি কোমিন এবং কাটালুনিয়ার সাবেক আঞ্চলিক শিক্ষামন্ত্রী ক্লারা পনসাতি৷ তিনজনই অবশ্য ইউরোপীয় সংসদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন৷

কার্লোস পুজদেমন, টনি কোমিন এবং ক্লারা পনসাতির বিরুদ্ধে ২০১৭ সালে কাটালুনিয়ার স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়৷ স্পেন সরকার মনে করে কাটালুনিয়ার গণভোট ‘অবৈধ’৷

২০১৭ সালের অক্টোবরে পুজদেমন, কোমিন ও কনসাতি আরো কয়েকজন কাটালুনিয়ান ‘বিচ্ছিন্নতাবাদীর’ সঙ্গে পালিয়ে বেলজিয়ামে চলে যান৷ ২০১৯ সালে তারা ইউরোপীয় সংসদের সদস্য নির্বাচিত হন৷ ইউরোপীয় সংসদের সদস্য হওয়ার কারণেই তারা দায়মুক্তি পেয়েছিলেন৷

কিন্তু স্পেনের বিচার বিভাগ দায়মুক্তি প্রত্যাহারের অনুরোধ জানানোয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়৷ গত মাসে ইউরোপীয় সংসদের লিগ্যাল অ্যাফেয়ার্স কমিটি দায়মুক্তি প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর সুপারিশ করলে এ বিষয়ে ভোটাভুটির সিদ্ধান্ত নেয় ইউরোপীয় সংসদ৷

মঙ্গলবার দায়মুক্তি প্রত্যাহারের পক্ষে পড়ে ৪০০ ভোট৷ ২৪৮ জন ভোট দিয়েছেন বিপক্ষে আর ৪৫ জন ভোট দেননি৷

এসিবি/কেএম (এপি, এএফপি, ডিপিএ)