1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূসের পদত্যাগ আর পশ্চিমবঙ্গের ফলাফল

১৩ মে ২০১১

গ্রামীণ ব্যাঙ্ক থেকে ড. ইউনূসের পদত্যাগ, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল আর এসএসসি-র ফলাফল৷ সংবাদপত্র আর সংবাদমাধ্যমের আজকের নজর এইসব দিকেই৷

https://p.dw.com/p/11F6j
ছবি: public domain

অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ড. ইউনূস

আজ সবকটি সংবাদপত্র আর সংবাদমাধ্যমের প্রধান খবরে রয়েছেন ড. ইউনূস৷ গ্রামীণ ব্যাংক থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন তিনি৷ বাংলাদেশ ব্যাংক আগেই তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল৷ এরপর সর্বোচ্চ আদালতে গিয়ে আইনি লড়াইয়ে হেরে যান নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের রূপকার ড. ইউনূস৷ অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে তিনি নিজের পদত্যাগের কথা জানান৷ গ্রামীণ ব্যাংকের প্যাডে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. ইউনূসের স্বাক্ষরও রয়েছে৷ ইউনূস বলেছেন, ২৫ হাজার সহকর্মী, ৮৩ লাখ ঋণগ্রহীতা ও দরিদ্র মালিকদের দৈনন্দিন কাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্যই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ এর আগে গতকালই সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হবে৷ এই কমিটি তিন মাসের মধ্যে বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হওয়ার মতো যোগ্য ব্যক্তির সন্ধান করবে৷ ততদিন বর্তমান উপব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করবেন৷ ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদও বহাল থাকবে৷ এর কয়েক ঘণ্টা পর ড. ইউনূস তাঁর পদত্যাগের ঘোষণা দিলেন৷

মমতা নাকি বুদ্ধদেব, কে আসছেন ক্ষমতায়

ওপার বাংলার রাজনীতির সম্ভাব্য ফলাফলের খবর আজ কয়েকটি সংবাদপত্রে জায়গা পেয়েছে৷ বলা হয়েছে, তিন দশকের ধারাবাহিকতায় আবারো বামফ্রন্ট ক্ষমতায় থাকবে না তাদের ভরাডুবি তা জানতে বেশি সময় বাকি নেই৷ তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী ফলাফল যে রাজ্যের রাজনীতিতে বড় রকমের ধাক্কা দিতে যাচ্ছে তাতে কোন সন্দেহ নেই৷ আজ সকাল সাড়ে আটটা থেকে ভোট গণনা শুরু করা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী আধিকারিক সুনীল কুমার গুপ্ত৷ তিনি জানান, ২১ টি জেলায় মোট ৩১২ টি হলে ভোট গণনা করা হবে৷ এজন্য সংশ্লিষ্ট জেলা শহরগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে ইভিএম মেশিন পৌঁছে দেয়া হয়েছে৷ নির্বাচনী কর্মকর্তারা জানান, শুক্রবার দুপুর নাগাদ ফলাফল পাওয়া শুরু হবে৷ পুরো প্রক্রিয়া শেষ হতে রাত হয়ে যাবে৷ ততক্ষন পর্যন্ত গণনা এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে৷
এস এস সি-র ফলাফল আর প্রধানমন্ত্রীর সন্তোষ

২০১১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণের হার ২ শতাংশ বেড়েছে৷ এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও দাখিলে কমেছে৷ বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়৷ সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন৷ উত্তীর্ণের হার বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের শিক্ষার্থীরা মেধাবী৷ সুষ্ঠু পরিবেশ পেলে তাদের মেধার বিকাশ ঘটে৷ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার উত্তীর্ণের হার ৮২ দশমিক ৩১ শতাংশ, যা গতবারের চেয়ে ২ দশমিক ৩৩ শতাংশ বেশি৷ এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে উত্তীর্ণের হার ৮২ দশমিক ১৬ শতাংশ৷ গতবারে এই হার ছিলো ৭৮ দশমিক ১৯ শতাংশ৷ উত্তীর্ণের হার গতবারের চেয়ে ৩ দশমিক ৯৭ শতাংশ বেশি৷

গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : জান্নাতুল ফেরদৌস