1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউটিউবের ভিডিও দিয়ে হলিউডের নতুন প্রামান্যচিত্র

৮ জুলাই ২০১০

ইন্টারনেটে ইউটিউবের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে৷ আর এই জনপ্রিয়তাকে এবার কাজে লাগাতে চলেছেন হলিউডের দুই প্রখ্যাত পরিচালক রিডলে স্কট এবং কেভিন ম্যাকডোনাল্ড৷ ইউটিউবের ভিডিও দিয়ে তাঁরা তৈরি করতে যাচ্ছেন নতুন প্রামাণ্যচিত্র৷

https://p.dw.com/p/ODfX
ইউটিউব

তবে এই ভিডিও তাঁদের নিজস্ব নয়, বরং ইউটিউব এ যেসব ভিডিও রয়েছে সেগুলো থেকেই নেওয়া হবে ‘লাইফ ইন এ ডে' নামের এই নতুন প্রামাণ্যচিত্রে৷ তাই পরিচালক হিসেবে নাম লেখানোর সুযোগ তৈরি হয়েছে আপনারও৷ কারণ রিডলে স্কট এবং কেভিন ম্যাকডোনাল্ড জানিয়েছেন, যাদের ভিডিও বাছাই করা হবে তারা হবেন এই নতুন ছবির সহ পরিচালক৷ এবং আগামী জানুয়ারি মাসে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে এই প্রামাণ্যচিত্রের প্রিমিয়ারে তারাও অতিথি হিসেবে আমন্ত্রিত হবেন৷

আগামী ২৪ জুলাই ইউটিউব থেকে সেরা ২০টি ভিডিও বাছাই করবেন হলিউডের প্রখ্যাত এই দুই পরিচালক৷ যাদের ক্যামেরায় প্রাত্যহিক জীবনের খন্ডচিত্র সবচেয়ে ভালো উঠে আসবে তারাই নির্বাচিত হবেন৷ তাই তৈরি থাকুন, আগামী ২৪ জুলাই, মোবাইল ফোনের ক্যামেরা হোক কিংবা ডিজিটাল ভিডিও ক্যামেরাই হোক, আপনার আশেপাশের মজার কিংবা গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে ভিডিও করে ছেড়ে দিন ইউটিউবে৷ ভিডিও পাঠানোর ঠিকানা youtube.com/lifeinaday

এই ধরণের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার কারণ হিসেবে কেভিন ম্যাকডোনাল্ড জানিয়েছেন, নতুন এই প্রামাণ্যচিত্র হবে একটি টাইম ক্যাপসুলের মত৷ ২০১০ সালের ২৪ জুলাই এই পৃথিবীতে দিনটি কেমন ছিল, তা ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে এই ছবির মাধ্যমে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন