1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউজার প্রাইজ জিতলেন অমি, আরিফ, আদিবাসী বাংলা ব্লগ

১১ এপ্রিল ২০১১

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ভোটাভুটি শেষ হয়েছে ইতিমধ্যেই৷ বাংলা ভাষায় মনোনীত ব্লগগুলির মধ্যে শেষ পর্যন্ত ইউজার প্রাইজ জয় করে নিয়েছে আদিবাসী বাংলা ব্লগ, অমিপিয়াল’এর ব্লগ এবং আরিফ জেবতিক এর ব্লগ৷

https://p.dw.com/p/10rdC

বিভিন্ন সোশাল নেটওয়ার্ক ও ডিজিটাল মাধ্যম কাজে লাগিয়ে যেসব ব্লগার গণতন্ত্র, মুক্ত চিন্তা ও মানবাধিকার রক্ষায় অবদান রেখে চলেছেন, তাঁদের উদ্যোগকে সম্মানের সঙ্গে সামনে নিয়ে যাওয়াই ছিল এ বছরের প্রতিযোগিতার মূল লক্ষ্য৷ তার সঙ্গে এই প্রথম চালু হয়েছে ‘বেস্ট সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন' পুরস্কারটি৷ আর নতুন এ বিভাগে ‘ইউজার প্রাইজ' পেলেন বাংলাদেশের প্রখ্যাত ব্লগার অমি রহমান পিয়াল৷ তবে এসব বিভাগে জুরি অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে আজ৷

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার এ বছরের মূল বিষয় মানবাধিকার৷ সেই বিভাগেই ‘ইউজার প্রাইজ' পেয়েছেন ডাব্লিউফরস্টাডি বা উইন্ডো ফর স্টাডি নামের একটি আদিবাসী কমিউনিটি ব্লগ৷ ব্লগের মডারেটর সমর মাইকেল সরেন জানান যে, এই আদিবাসী ব্লগের পেছনের কারিগররা সবাই বয়সে তরুণ৷ মূলত আদিবাসীদের নানা অধিকার বা দাবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দিতে কাজ করছে এই সাইট৷

দুঃখের বিষয় এটাই যে, ভোটাভুটির চূড়ান্ত পর্যায়ে এসেও শেষ রক্ষা করতে পারে নি সাবরিনার ব্লগ৷ ফার্সি ভাষার একটি ব্লগ সাবরিনার বাংলা ব্লগকে পেছনে ফেলে শীর্ষে চলে গেছে৷ এছাড়া, রিপোটার্স উইদাউট বডার্স বিভাগে শেষ পর্যায়ে শীর্ষ অবস্থান থেকে ছিটকে গেছেন আবু সুফিয়ানও৷

এছাড়া, প্রতিযোগিতায় সেরা বাংলা ব্লগ বিভাগে ইউজার ভোটে শীর্ষ অবস্থান অধিকার করেছেন আরিফ জেবতিক৷ ভোটের সর্বশেষ ফলাফলের জন্য ভিজিট করুন: thebobs.com ওয়েবসাইট'টি৷

বলাবাহুল্য, ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় দু'ভাবে বিজয়ী নির্ধারণ করা হয়৷ ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে সতেরটি বিভাগে ‘ইউজার প্রাইজ' এবং জুরিদের বিবেচনায় ছয়টি মিশ্র বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড'৷ জার্মানির বন শহরে ডয়চে ভেলের প্রধান কার্যালয়ে সোমবার বৈঠকে বসেছিলেন ১১টি ভাষার বিচারকরা৷ তাঁদের সঙ্গে বিচারক হিসেবে ছিলেন রিপোটার্স উইদাউট বর্ডার্সের একজন প্রতিনিধি৷ বৈঠকে বিচারকরা ইতিমধ্যেই ছয়টি ক্যাটেগোরিতে বিজয়ীদের নির্বাচন করেছেন৷ তাঁদের নাম ঘোষণা করা হবে মঙ্গলবার সন্ধ্যায়৷

উল্লেখ্য, জার্মান ও ইংরেজি ছাড়াও বাংলা, আরবী, চীনা, ফার্সি, ফরাসি, ইন্দোনেশীয়, পর্তুগিজ, রুশ ও স্প্যানিশ ভাষার ব্লগ এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে৷ এ বছর বাংলা ভাষার বিচারক ছিলেন রেজওয়ানুল ইসলাম৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আরাফাতুল ইসলাম