1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন নিয়ে রাশিয়াকে সাবধান করলো অ্যামেরিকা

১১ নভেম্বর ২০২১

ইউক্রেন সীমান্তে সেনা বাড়াচ্ছে রাশিয়া। উদ্বেগ প্রকাশ করে রাশিয়াকে সাবধান করলো অ্যামেরিকা।

https://p.dw.com/p/42qaa
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্লিংকেন। ছবি: Leah Millis/AP/Reuters/dpa/picture alliance

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন। বুধবার ব্লিংকেন জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন সীমান্তে মস্কো যে বিপুল সেনা সমাবেশ করছে, তার উপর নজর রাখছে অ্যামেরিকা। তিনি স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, রাশিয়া কোনো আগ্রাসী মনোভাব দেখালে অ্যামেরিকা ও জার্মানি চুপ করে বসে থাকবে না। তারাও প্রতিক্রিয়া জানাবে। রাশিয়া যেভাবে সেনা সমাবেশ করেছে, তাতে অ্যামেরিকা খুবই চিন্তিত বলে ব্লিংকেন জানিয়েছেন।

ব্লিংকেন যা বলেছেন

ব্লিংকেন আরো জানিয়েছেন, ''রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখায়, গ্যাস সরবরাহকে হাতিয়ার করে ইউক্রেনকে চাপ দেয়, তাহলে আমরাও উপযুক্ত ব্যবস্থা নেব। জার্মানিও নেবে। ইউক্রেনের সুরক্ষার জন্য অ্যামেরিকা দায়বদ্ধ।''

এই বছরের গোড়ায় অ্যামেরিকা নর্ড স্ট্রিম ২ পাইপলাইন নিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয়। এই পাইপলাইন রাশিয়া থেকে জার্মানি আসবে। ইউক্রেনকে পাশ কাটিয়ে পাইপলাইন গেলে তাদের প্রচুর আর্থিক ক্ষতি হবে। তারা গ্যাস ট্র্যানসিট ফি পাবে না।

এই পাইপলাইন নিয়ে বাইডেন প্রশাসনের সঙ্গে জার্মানির একটি চুক্তি হয়েছে। এই পাইপলাইনকে হাতিয়ার করে ইউক্রেনকে বিপাকে ফেলা হলে জার্মানিও রাশিয়ার বিরুদ্ধাচরণ করবে।

ইউক্রেনের অভিযোগ

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, রাশিয়া ইতিমধ্যেই গ্যাসকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। তাই অ্যামেরিকার উচিত রাশিয়াকে কড়াভাবে সতর্ক করে দেয়া। তিনি জানিয়েছেন, ইউক্রেন ও অ্যামেরিকার মধ্যে সম্পর্ক ঘনিষ্ট হওয়ার অর্থ কাউকে আক্রমণ করা নয়। রাশিয়াকে থামানোর উপায় হলো, ক্রেমলিনকে এটা বুঝিয়ে দেয়া যে, ইউক্রেন যথেষ্ট শক্তিশালী।

জিএইচ/এসজি (এপি, রয়টার্স)