1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংল্যান্ডেও শুরু ‘মুস্তাফিজ ঝড়'

২২ জুলাই ২০১৬

ইংল্যান্ডে নিজের প্রথম ম্যাচেই বল হাতে ঝড় তুলেছেন মুস্তাফিজুর রহমান৷ সাসেক্স শার্কসের হয়ে ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ২৩ রানে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই ক্রিকেট প্রতিভা৷ ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি৷

https://p.dw.com/p/1JU9F
মুস্তাফিজুর রহমান
(ফাইল ফটো)ছবি: Getty Images/AFP/D. Sarkar

বৃহস্পতিবার চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০০ রান করে সাসেক্স৷ এর জবাবে ভালোই ব্যাট করছিল এসেক্স৷ কিন্তু ‘কাটার মাস্টার' মুস্তাফিজের দুর্দান্ত বোলিং ১৭৬ রানে বেঁধে রাখে তাদের৷ ১৭৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলে এসেক্স এবং ম্যাচ হেরে যায় ২৪ রানে৷

অথচ এসেক্সের শুরুটা ছিল খুবই আশা জাগানো৷ প্রথম ৫ ওভারে ৫০ রান তুলে নেয় তারা৷ কিন্তু ষষ্ঠ ওভারে ‘ফিজ' বোলিংয়ে আসার পর থেকেই ধীরে ধীরে পাল্টাতে থাকে দৃশ্যপট৷ শুধু যে চারটি উইকেট নিয়েছেন তা-ই নয়, রানের গতিতেও রাশ টেনেছেন মুস্তাফিজ৷ তাঁর ৪ ওভারে মাত্র ২৩ রান তুলতে পেরেছে এসেক্স৷

ওই ২৩ রানের মধ্যে মুস্তাফিজের এবং ম্যাচের শেষ ওভারেই ওঠে ১১ রান৷ ওই ওভারে জয়ের জন্য ৩৫ রান দরকার ছিল এসেক্সের৷ কিন্তু প্রথম বলে কোনো রান দেননি মুস্তাফিজ৷ পরের বলেই উইকেট৷ আউট হয়ে যান রায়ান টেন ডেসকাট৷ তখনই নিশ্চিত হয়ে যায় সাসেক্সের জয় এবং মুস্তাফিজের ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার৷

এসিবি/জেডএইচ