1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসছে উইকিলিক্সের প্রতিদ্বন্দ্বী ‘ওপেনলিক্স’

১৭ ডিসেম্বর ২০১০

উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে নিয়ে বিশ্বব্যাপী আলোচনা চলছে৷ সঙ্গে উইকিলিক্সে প্রকাশিত মার্কিন গোপন কূটনৈতিক নথি নিয়েও যুক্তরাষ্ট্রে তোলপাড় হয়েছে৷

https://p.dw.com/p/Qdzx
দানিয়েল ডোমশাইৎ-বেয়ার্গছবি: AP

এরই মধ্যে খবর এলো উইকিলিক্সের প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইট চালুর৷ নাম ‘ওপেনলিক্স'৷ চালু করছেন আসাঞ্জের এক সময়ের সহকর্মী দানিয়েল ডোমশাইৎ-বেয়ার্গ৷ জার্মান প্রযুক্তিবিদ৷ উইকিলিক্সে তাঁর অবস্থান ছিল আসাঞ্জের পরেই৷ কিন্তু দুজনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব লেগে যাওয়ায় দানিয়েলকে উইকিলিক্স থেকে বের হয়ে যেতে হয়৷

এরপর আরও কিছু সঙ্গি-সাথী নিয়ে তিনি এখন পরিকল্পনা করছেন ওপেনলিক্স চালুর৷ আগামী বছর প্রথমার্ধের যে কোনো সময় এটি চালু হতে পারে বলে জানিয়েছেন ডোমশাইৎ-বেয়ার্গ৷

তিনি বলছেন উইকিলিক্সের সঙ্গে ওপেনলিক্সের পার্থক্য হবে নথি প্রকাশের মাধ্যমে৷ উইকিলিক্সের মত সরাসরি অনলাইনে তথ্য প্রকাশ করবেনা ওপেনলিক্স৷ এর পরিবর্তে যেসব সংস্থা বা গণমাধ্যমের সঙ্গে তাদের চুক্তি থাকবে তাদেরকে ঐ নথি সরবরাহ করা হবে৷

ওপেনলিক্সের ঠিকানা হবে openleaks.org ৷ তবে এখনই এই ঠিকানায় গেলে আপনি শুধু লোগো আর ‘কামিং সুন' লেখাটি দেখতে পাবেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা