1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোর রং, তাপমাত্রা বদলে দেয় মনমেজাজ

ক্লাউস ডার্টমান/এসবি২৯ আগস্ট ২০১৭

আমাদের শরীর, মনমেজাজ ও কর্মক্ষমতার উপর আলোর প্রভাব কম নয়৷ শুধু সূর্যের আলো বা কৃত্রিম আলো নয়, সেই আলোর তাপমাত্রা, রং ইত্যাদি বিষয়ও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করেন৷

https://p.dw.com/p/2j1IO
প্রতীকী ছবি
ছবি: Gordon Koelmel

কৃত্রিম আলো কি আমাদের মনোযোগ ও সৃজনশীলতা বাড়াতে পারে? কোলন ইনস্টিটিউট অফ অ্যাপ্লায়েড সায়েন্সেস-এর এক গবেষক দল সেই প্রচেষ্টাই চালাচ্ছেন৷ একজন ডাক্তার ও একজন ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক আলোর সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত৷ সেই আলোর ছটা ঘনীভূত করা যায়, তার ঔজ্জ্বল্য ও রং বদলানো যায়৷ অর্থাৎ পারফরমেন্স বা কর্মক্ষমতার উপর আলোর প্রভাব নিয়ে গবেষণার জন্য আদর্শ পরিস্থিতি৷ 

সূর্যের আলোয় সমস্যার সমাধান

নিউরোলজিস্ট ভাল্টার-উভে ভাইটব্রেশট এভাবে অফিস বা কাজের জায়গায় উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে চান৷ তিনি বলেন, ‘‘রংয়ের বিভিন্ন তাপমাত্রা যে মানুষের আচরণ ও বোধশক্তির উপর প্রভাব ফেলে, সেটাই আমাদের কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হয়েছে৷ কেউ এমনটা অনুমান করেনি৷ বড়জোর ভাবা হতো, শুধু সূর্যের আলো ও কৃত্রিম আলোর মধ্যে পার্থক্য রয়েছে৷ অথচ রঙের তাপমাত্রাও একটা ভূমিকা পালন করে৷''

এক পরীক্ষামূলক প্রকল্পের আওতায় ৫০ জন ছাত্রছাত্রীকে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছে৷ প্রশ্নপত্র ও নির্ধারিত সময় সবার জন্য এক রাখা হয়েছিল৷ শুধু প্রশ্ন অনুযায়ী এলইডি আলো বদলানো হয়েছিল৷ ধাপে ধাপে আলোর তাপমাত্রা বদলানো হয়৷ সে সময়ে সেন্সরের সাহায্যে পাল্স সহ শারীরিক বৈশিষ্ট্য মাপা হয়েছিল৷ 

দেখা গেল, এলইডি আলোর তাপমাত্রা অনুযায়ী ছাত্রছাত্রীদের পারফরমেন্স বদলে গেছে৷ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ প্রো. হার্টমুট বেয়ারভল্ফ বলেন, ‘‘আমরা দেখলাম, উষ্ণ সাদা আলোর ক্ষেত্রে সৃজনশীলতার মাত্রা বেশি থাকে৷ অন্যদিকে শীতল সাদা আলো থাকলে যুক্তি খাটিয়ে আরও ভালোভাবে উত্তর খোঁজা যায়৷ অর্থাৎ পরীক্ষার সময় শীতল সাদা আলোই উপযুক্ত৷ খুব সৃজনশীল কাজ করতে গেলে উষ্ণ সাদা আলো থাকতে হবে৷''

ছাত্রছাত্রীরা যাতে শুধু গবেষণা না করে নতুন যন্ত্রের প্রোটোটাইপ তৈরি করেন, এই বিশ্ববিদ্যালয়ে তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়৷ এক কোম্পানির সঙ্গে সহযোগিতায় এক লাইট কনট্রোল ব্যবস্থা তৈরি করা হয়েছে৷ একটি অ্যাপের সাহায্যে এখন দফতর বা বাড়ির আলোর রং নিয়ন্ত্রণ করা যাচ্ছে৷ ফলে ব্যবহাকারীর চাহিদা বা পছন্দ অনুযায়ী ধাপে ধাপে উজ্জ্বল সাদা থেকে লাল, নীল অথবা সবুজ আলো বেছে নেওয়া যায়৷

ভবিষ্যতে ইঞ্জিনিয়াররা আলোর নিয়ন্ত্রণের প্রক্রিয়া আরও সূক্ষ্ম করে তুলতে চান৷ তাঁরা কৃত্রিম আলো ও দিনের আলোর মিশ্রণ ঘটিয়ে দিনের সব সময়ে আদর্শ পরিবেশ সৃষ্টি করতে চান৷