1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমি কীভাবে বেঁচে আছি, এসে দেখে যা নিখিলেশ’

৬ ডিসেম্বর ২০১০

‘জোলেবইশ ডট ডিই’ জার্মানির একটি অনলাইন কম্যুনিটির নাম৷ যার অর্থ ‘আমি এইভাবে বাস করি’৷ কেমন করে যেন তারা এই বসবাসটাকে করে ফেলেছে একটা শিল্প৷

https://p.dw.com/p/QQIl
টয়লেটের এই দশা!ছবি: picture-alliance/dpa

‘তুমি যদি তোমার বাড়ি আমাকে দেখাও, তাহলে আমার বাড়িটাও দেখাবো তোমাকে৷' লিভিং কম্যুনিটির নেপথ্যের কথা এটাই৷ যে কম্যুনিটির সদস্যরা তাঁদের নিজেদের বাড়িঘরের ছবি তুলে ওয়েবসাইটে দেন৷ যাতে অন্যরা এই ছবিগুলো দেখে বুঝতে পারেন তাঁরা কীভাবে বাস করেন অর্থাৎ তাঁরা কীভাবে ঘর সাজিয়েছেন কিংবা তাঁদের রুচিই বা কেমন৷ আর এসব নিয়ে চলতে থাকে মন্তব্য, আলোচনা, পর্যালোচনা, ইত্যাদি প্রভৃতি ৷

কেবল অনলাইনের মধ্যেই নিজেদের পরিচয় সীমাবদ্ধ রাখেননি এই কম্যুনিটির সদস্যরা৷ এরইমধ্যে তাদের অনেকেই দেখা করেছেন জার্মানির কোলন শহরে৷ সেখানে ক্যাফেতে বসে তাঁরা গল্পগুজব করেছেন৷ একজন আরেকজনের জন্য উপহারও এনেছিলেন৷ তাঁরা অনলাইনে ঘর সাজানোর বিভিন্ন উপকরণ, যেমন-পর্দার কাপড়ের রং, ধরণ কিংবা আসবাবপত্র নিয়ে কথা বলেন৷ এখানে সবার একসঙ্গে হওয়া যেন তারই প্রতিফলন৷

Flash-Galerie Wohnzimmer
এমন একটি লিভিং রুম সকলেরই স্বপ্নছবি: picture-alliance/dpa

শাস্ত্রে বলে, গৃহিণীই গৃহের আসল রূপ৷ ঘরদোর সাজানো থেকে ঘরকন্না করা, সবটাই তো মেয়েদের সহজাত প্রতিভা৷ সুতরাং, মূলত মেয়েরাই এই কম্যুনিটির প্রধান সদস্য৷ ফেসবুকের মতো এটিও একটি সামাজিক নেটওয়ার্ক, যেখানে সবাই সবার বাড়িঘর দেখে এবং অন্যদের বাড়িঘর নিয়ে মন্তব্যও করে৷ স্থপতি থেকে শুরু করে দাঁতের ডাক্তারের সহযোগী, সমাজের বিভিন্ন শ্রেনীর নারীরা এর সদস্য৷ তারা অনলাইনে কেবল একজন আরেকজনের বাড়ি নিয়ে মন্তব্যই করেন না৷ ঘর সাজানোর বিভিন্ন বিষয়ে পরামর্শও দিয়ে থাকেন৷

তাঁদের মধ্যে কোলনে যে দশজন নারী দেখা করেছেন তাঁদের বেশিরভাগই যদিও এর আগে একজন আরেকজনকে কখনও দেখেননি৷ কিন্তু তাঁরা একজন আরেকজনের বাড়িঘর সম্পর্কে আগে থেকেই পরিচিত৷ ইন্টারনেটে একে অপরের বাড়ির ছবি, যাবতীয় খুঁটিনাটি দেখে অনেক মন্তব্যই করে ফেলেছেন তাঁরা এর ওর তার বাড়ি নিয়ে৷

Flash-Galerie Wohnzimmer
সকলেই চায় নিজের ঘরটি সুন্দর করে রাখতেছবি: picture-alliance/dpa

এই অনলাইনর বাড়িঘর সাজানোর শিল্প ক্রমশই বেশ জনপ্রিয় হয়ে উঠছে জার্মানিতে৷ দেখা গেছে, ইতিমধ্যেই এই ‘জোলেবইশ ডট ডিই’- নামের ওয়েবসাইটের মোট সদস্য বিশ হাজারের ওপর৷ আর প্রতি মাসে লাখ দশেক লোক এই ‘জোলেবইশ ডট ডিই’-র ভিজিটর৷ সুতরাং বোঝাই যাচ্ছে, ‘আমার সাজানো বাড়ি আর তোমার ঈর্ষা' এই প্রবাদটির প্রতি সকলেই সমান মত পোষণ করেন না৷ কিন্তু বাড়িঘর সাজানোর পর সকলে তা দেখে তারিফ করুক, বাহবা দিক, সেটা আর কে না চায়?

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়