1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গি অর্থায়ন

১৯ জুলাই ২০১২

বাংলাদেশের দু’টি বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখবে কেন্দ্রীয় ব্যাংক৷ যদি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷

https://p.dw.com/p/15Zna
ছবি: AP

সম্প্রতি মার্কিন সিনেটে বাংলাদেশের ইসলামী ব্যাংক এবং স্যোশাল ইসলামী ব্যাংকের বিরুদ্ধে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতায় অর্থায়নের অভিযোগ তোলা হয়েছে৷ তাদের রিপোর্টে বলা হয়েছে, এই দু'টি ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ থাকার পরও বহুজাতিক হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশরন বা এইচএসবিসি ব্যাংক তাদের সহযোগিতা করেছে৷ আর এ নিয়ে এখন নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক৷ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর জানিয়েছেন, ২০০৫ এবং ২০০৭ সালে এ ধরনের ঘটনায় ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশ৷ তিনি জানান, শুধু বাংলাদেশের দু'টি ব্যাংকই নয়, বাংলাদেশে এইচএসবিসি ব্যাংকের ভূমিকাও খতিয়ে দেখা হবে৷ আর জঙ্গি অর্থায়নে তাদের কোনো ভূমিকা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, মার্কিন সিনেটের রিপোর্ট পর্যালোচনা করে দেখা হচ্ছে৷ যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেয়া হবে৷ তিনি বলেন, বাংলাদেশে মানিলন্ডারিং-এর বিরুদ্ধে কঠোর আইন রয়েছে৷ তাই অভিযোগ প্রমাণ হলে শাস্তি পেতেই হবে৷

এদিকে বাংলাদেশের অভিযুক্ত ব্যাংকের একটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান ডয়চে ভেলের কাছে দাবি করেছেন যে, তারা কোনোভাবেই জঙ্গি বা সন্ত্রাসী অর্থায়নের সঙ্গে জড়িত নন৷ তাদের দায়বদ্ধতা আছে সরকার এবং গ্রাহকদের কাছে৷ তাই তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলেছেন৷

তিনি দাবি করেন, দেশের রপ্তানি বাণিজ্যে ইসলামী ব্যাংকের বড় ভূমিকা থাকায় এইচএসবিসিসহ আন্তর্জাতিক ব্যাংক তাদের সঙ্গে কাজ করতে চাইবে, এটাই স্বাভাবিক৷

উল্লেখ্য, মার্কিন সিনেট রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশের দু'টি ব্যাংক এইচএসবিসি ব্যাংকের দুর্বল ব্যবস্থাপনার সুযোগ নিয়ে থাকতে পারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য