1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার লক্ষাধিক মানুষের মিছিল মিশরে, মুবারকের গদি টলমল

৪ ফেব্রুয়ারি ২০১১

মার্কিন প্রশাসনের চাপ ও লাগাতার বিক্ষোভের মুখে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক দ্রুত পদত্যাগ করবেন কি না, তা জানার জন্য অপেক্ষা করে রয়েছে গোটা বিশ্ব৷

https://p.dw.com/p/10AYj
আজ আবার বিক্ষোভের আশঙ্কাছবি: AP

শুক্রবার সরকার বিরোধী বিক্ষোভের ১১তম দিনে মিশরের ঘটনাপ্রবাহ নতুন মোড় নিতে পারে – এমনটা মনে করার পেছনে একাধিক কারণ রয়েছে৷ একদিনে প্রেসিডেন্ট হোসনি মুবারকের উপর পদত্যাগ করার জন্য চাপ বেড়ে চলেছে৷ খোদ ওয়াশিংটন স্পষ্ট করে দিয়েছে, যে এক্ষেত্রে আর বিলম্ব করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে৷ শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিলে প্রায় ১০ লক্ষ মানুষ অংশ নিতে পারে বলে মনে করা হচ্ছে৷ প্রথম কয়েক দিনের হিংসাত্মক তাণ্ডবের পর মুবারকের সমর্থকেরা কিছুটা পিছু হঠেছে৷

মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি'র সঙ্গে সাক্ষাৎকারে মুবারক অবশ্য বলেছেন, তিনি ‘দেশের স্বার্থে' এখনই ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন না৷ কারণ সেক্ষেত্রে অরাজকতা দেখা দিতে পারে বলে তাঁর আশঙ্কা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য