1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার ক্রিকেট খেলবে ভারত ও পাকিস্তান

১৪ এপ্রিল ২০১১

ভারত এবং পাকিস্তান আবার একে অপরের দেশে ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলায় অংশ নেওয়ার বিষয়ে একমত হয়েছে৷ ২০০৮ সালের মুম্বই হামলার পরে দুই দেশ একে অপরের দেশে ক্রিকেট খেলা বন্ধ রেখেছিল৷

https://p.dw.com/p/10tJX
ভারতের মোহালিতে ড.মনমোহন সিং এবং ইউসুফ রাজা গিলানিছবি: AP

ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলাটি একসঙ্গে দেখার দুই সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নেওয়া হলো৷ ভারতের মোহালিতে সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়৷

অজ্ঞাত সরকারি সূত্রের বরাত দিয়ে কয়েকটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে প্রথম ক্রিকেট সিরিজটি কোথায় অনুষ্ঠিত হতে পারে, সেই ব্যাপারে দুই দেশের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে৷

২০০৭ এবং ২০০৮ সালে যখন পাকিস্তান দল ভারত সফরে ছিল, সেই সময়ে অনুষ্ঠিত শেষ সিরিজগুলোর পরে সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ টুর্নামেন্টগুলোতে দুই দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করছে৷ মুম্বই হামলায় দশজন ইসলামী জঙ্গির সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার আভাস পাবার পরে, ভারত সব ধরণের কূটনৈতিক এবং খেলাধুলা সম্পর্কিত সম্পর্ক বিচ্ছিন্ন করে৷ ২০০৮ সালে মুম্বই সন্ত্রাসী হামলায় ১৬৬ জন প্রাণ হারায়৷ ঐ হামলার জন্যে ভারত পাকিস্তান ভিত্তিক জঙ্গিদের দায়ী করে আসছে৷

একটি সরকারি সূত্রের বরাত দিয়ে মিন্ট সংবাদপত্র জানিয়েছে, ভারতের ক্রিকেট দল আগামী বছরে পাকিস্তান সফর করবে৷ তার পরের বছরে সিরিজ অনুষ্ঠিত হবে ভারতে৷ ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই বলছে, পুনরায় ক্রিকেট সম্পর্ক পুনপ্রতিষ্ঠার সিদ্ধান্ত তাদেরকে আনুষ্ঠানিকভাবে অবগত করতে হবে৷ বিসিসিআই-এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা রত্ন কারশেঠি এএফপিকে বলছেন, ‘‘আমরা এখনো পর্যন্ত কোন সরকারি ঘোষণা সম্পর্কে জানি না৷ তাই বোর্ড এখনও বিষয়টি নিয়ে আলোচনা করেনি৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য