1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাতির মল দিয়ে তৈরি হচ্ছে সুদৃশ্য সামগ্রী

সুব্রত গোস্বামী কলকাতা
২৬ আগস্ট ২০২১

হ্যাঁ, হাতি বা গণ্ডারের মতো প্রাণীদের মল দিয়ে তৈরি হচ্ছে আঁকার খাতা৷ শিশুদের মনে সংরক্ষণের ভাবনা গড়ে তুলবে এই ধরনের উদ্যোগ- এমনটাই মনে করে হস্তক্র‍্যাফট সংস্থা৷ কলকাতার নিউটাউন ডেভেলপমেন্ট অথরিটির সহায়তায় এই সংস্থা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে নানান সামগ্রী তৈরি করে বিক্রয়ের উপযোগী করে তুলেছে৷

https://p.dw.com/p/3zW7b

রাজারহাট নিউটাউনের জিরো ওয়েস্ট শপ-এ গেলে দেখা মিলবে এমনই হরেকরকম সুদৃশ্য জিনিসপত্রের৷ কচুরিপানা দিয়ে তৈরি গয়নার বাক্স থেকে শুরু করে রঙের ড্রাম দিয়ে তৈরি বসার জায়গা, মদের বোতল দিয়ে তৈরি ল্যাম্পশেড, নিত্যদিনের দরকারি এমন নানান সুদৃশ্য জিনিস প্রস্তুত করছে হস্তক্র‍্যাফট সংস্থা৷ এই কর্মকাণ্ডের কারিগর মূলত স্বনির্ভর গোষ্ঠীর নারীরাই৷ তাদের আশা- এই উদ্যোগ সাধারণ মানুষকে সংরক্ষণ এবং রিসাইক্লিংয়ে উৎসাহী করে তুলবে৷