1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিকার মান বাঁচালো ঘানা

১৪ জুন ২০১০

আফ্রিকার মহাদেশের মান বাঁচালো ঘানা৷ সার্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্ল্যাক স্টার্স৷ আর প্রথম বিশ্বকাপেই জয় স্লোভেনিয়ার৷ আলজেরিয়ার বিরুদ্ধে ১-০ গোলে৷

https://p.dw.com/p/NpxM
আসামোয়াহ গায়ানকে নিয়ে উল্লসিত সতীর্থরাছবি: AP

অবশ্য সার্বিয়াকে লড়াই চালিয়ে যেতে হয় ১০ জন খেলোয়াড় নিয়ে৷ প্রেটোরিয়ার মাঠে ৮৫ মিনিটে আসামোয়াহ গায়ানের পেনাল্টি শটেই আফ্রিকানদের এই অর্জন৷ গায়ানের ভাষ্য, ‘‘প্রত্যেকেই খুশি, শুধুমাত্র ঘানা নয়, বরং গোটা আফ্রিকায় খুশি৷'' ‘‘আমি অত্যন্ত খুশি ঘানার জয়ের জন্য নয়, বরং বিশ্বকাপে আফ্রিকার কোন দলের বিজয়ের জন্য৷ এটা খুব সহজ নয়,'' বলেন গায়ান৷

তবে এই গোলের জন্য দায়ী সার্বিয়ার মিডফিল্ডার সাড্রাভকো কুসমানোভিচ সতীর্থদের কাছে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন৷ হাত দিয়ে বল ধরার ভুলের কথা স্বীকার করলেন তিনি৷ মর্মাহত কুসমানোভিচ বললেন, ‘‘আমি আশা করি যে, দলের সদস্যরা আমাকে ক্ষমা করবে৷ আমি একটা ভুল করেছি৷ আমি আসলে এটা করতে চাইনি৷ হেড করতে চেষ্টা করছিলাম কিন্তু বলটি হাতে লেগে যায়৷ এটা আমার ভুল এবং আমি খুব দুঃখিত৷''

WM100613 Ghana Serbien Weltmeisterschaft Südafrika Flash-Galerie
প্রেটোরিয়ার মাঠে গর্বিত ঘানা দলছবি: AP

সার্বিয়ার কোচ রাদোমির আন্টিচও বললেন, ‘‘আসলে এই পেনাল্টির আগে ঘানা গোল করার তেমন কোন সুযোগই পায়নি৷'' অবশ্য, ৭৪ মিনিটে লাল কার্ড খেয়ে সেন্টার ব্যাক আলেক্সান্ডার লোকোভিচের মাঠ ত্যাগ সার্বিয়ার খেলায় প্রভাব ফেলেছে, এমন মন্তব্য কোচ আন্টিচসহ অনেকেরই৷ যাহোক, ঘানার কাছে হারের পরও জার্মানির বিরুদ্ধে জয়ের আশা ছাড়েননি সার্বিয়ার অধিনায়ক ডেয়ান স্টানকোভিচ৷

গ্রুপ সি'র খেলায় স্লোভেনিয়ার জয়

ইউরোপের এই ছোট্র দেশটি বিশ্বকাপে তাদের প্রথম জয়ের দেখা পেল৷ তবে ইংল্যান্ডের গোলকিপার গ্রিনের মতোই এই গোলটিও ঘটল ফাউজি চাওচির হাত ফসকে৷ ৭৯ মিনিটে স্লোভেনিয়ার অধিনায়ক রবার্ট করেনের শটেই ঘটে যায় এই কাহিনী৷ ফলে এবারের ফুটবল নিয়ে যে অভিযোগ বাজারে আগে থেকেই রয়েছে তাতে যোগ হলো আরেকটু প্রলেপ৷ এছাড়া আলজেরিয়ার দুঃখ বাড়িয়েছে ৭৩ মিনিটে লাল কার্ড খেয়ে স্ট্রাইকার আব্দেল কাদের ঘেজ্জালের বিদায়৷ ফলে বাকিটুকু সময় তাদের লড়তে হয়েছে ১০ জন খেলোয়াড় নিয়েই৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম