1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগান নির্বাচনের কারচুপিতে বিদেশি হাত ছিল­ : কারজাই

২ এপ্রিল ২০১০

আফগানিস্তানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট কারজাই৷ অভিযোগ, বিদেশি পর্যবেক্ষকরা কারচুপি করেছিলেন৷ আফগানিস্তানে জাতিসংঘের প্রাক্তন প্রধান গ্যালব্রেথ এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷

https://p.dw.com/p/MlmN
আফগান নির্বাচনের কারচুপির দায় বিদেশিদের ওপর চাপালেন প্রেসিডেন্ট হামিদ কারজাইছবি: AP

গত বছরে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছিল এই কথা প্রথমেই স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট কারজাই৷ তারপরেই তাঁর অভিযোগ, এই কারচুপির নেপথ্যে ছিল বিদেশি পর্যবেক্ষকদের হাত৷ এ বিষয়ে কারজাইয়ের সাফ অভিযোগ, আফগানিস্তানে জাতিসংঘের প্রাক্তন ডেপুটি প্রধান পেটার গ্যালব্রেথ এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের শীর্ষ ব্যক্তিত্ব জেনারেল ফিলিপ মরিলন ছিলেন এই কারচুপির নেপথ্যে৷ তাঁদের লক্ষ্য ছিল আফগানিস্তানে একটি পুতুল সরকারকে ক্ষমতায় বসিয়ে দেওয়া৷এ বিষয়ে গ্যালব্রেথের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন৷

বৃহস্পতিবার আফগান সংসদে প্রেসিডেন্ট কারজাই গত নির্বাচনের কারচুপির প্রসঙ্গ তুলে এনে বলেন, নির্বাচনে যে বিপুল পরিমাণে কারচুপি হয়েছিল সে বিষয়ে কোন সন্দেহ নেই৷ এরপরেই তিনি বলেন, আফগানরা নয়, এই কারচুপির নেতৃত্ব দিয়েছিল বিদেশিরাই৷ কারজাই জাতিসংঘ মিশনের প্রাক্তন প্রধান গ্যালব্রেথ এবং ইইউ-র পর্যবেক্ষক দলের প্রধান মরিলনের নাম উল্লেখ করে বলেন, এরাই চেষ্টা করেছিল আফগানিস্তানে তাঁর বদনাম করে একটি পুতুল সরকারকে ক্ষমতায় আনতে৷ কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি৷

Flash-Galerie Wahlen Afghanistan
ভোটের আগে কাবুলের রাজপথে কারজাই সমর্থকদের মিছিল (ফাইল ছবি)ছবি: AP

বলা বাহুল্য, আফগান নির্বাচনের কারচুপিতে খোদ প্রেসিডেন্ট কারজাই পাশ্চাত্ত্যের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নাম ঘোষণা করায় প্রায় সঙ্গে সঙ্গে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া দেখা যেতে শুরু করেছে৷ বিষয়টিকে, বা বলা ভালো অভিযোগটিকে ‘অবাস্তব আর ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন গ্যালব্রেথ স্বয়ং৷ তিনি বলেন, ‘‘পয়লা এপ্রিলে কারজাইয়ের এই উক্তি শুনে প্রথমে আমি ভেবেছিলাম বুঝি এটা ‘এপ্রিল ফুল'-এর রসিকতা৷ পরে বুঝলাম, প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে আমার সেরকম উষ্ণ সম্পর্ক নেই যাতে তিনি এরকম মন্তব্য করবেন আমার বিষয়ে৷'' গ্যালব্রেথ আরও বলেন, কারজাইয়ের এই মন্তব্য থেকে এরকটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, আর তা হল, ওই নির্বাচনে যে কারচুপি হয়েছিল, তা অন্তত প্রেসিডেন্ট কারজাই নিজের মুখে স্বীকার করে নিয়েছেন৷ প্রসঙ্গত, নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠার পর অন্তত এক মিলিয়ন ভোট বাতিল হয়৷ আর সেই ভোটের প্রায় সবটাই ছিল কারজাইয়ের পক্ষে৷

গত বছর আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে৷ কারজাই পুনর্বার নির্বাচিত হলেও সরকারে নিজের প্রভাব খাটাতে তিনি এখনও সেরকম ভাবে সফল নন৷ পর্যবেক্ষকদের অনুমান, মরিয়া চেষ্টা চালাচ্ছেন কারজাই নিজের দখল ফিরে পাওয়ার জন্য৷ পাশাপাশি, আফগানিস্তানে ক্রমবর্দ্ধমান দুর্নীতি দমন করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চাপ তাঁকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না সেভাবে৷ সব মিলিয়ে পরিস্থিতির ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরে পেতে তাঁর এই নতুন উদ্যোগ বিষয়টিকে আরও জটিলতার দিকে ঠেলে দিতে পারে বলে অভিমত বিশেষজ্ঞ মহলের৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা- হোসাইন আব্দুল হাই