1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আফগানিস্তান অনেক বদলে গেছে, এখন হুমকি অনেক বেশি’

১ এপ্রিল ২০১০

তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার আফগানিস্তানে পৌঁছেছেন জার্মান উন্নয়ন সাহায্য মন্ত্রী ডির্ক নিবেল৷ আফগানিস্তানের পুনর্গঠন কাজে কিছু সফলতা এলেও এখনও রয়ে গেছে বেশ কিছু সমস্যা৷

https://p.dw.com/p/Ml2o
আফগানিস্তানে জার্মান উন্নয়ন সাহায্য মন্ত্রী ডির্ক নিবেল৷ছবি: picture alliance/dpa

বিশেষ করে প্রশাসনে স্বচ্ছতা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং নিরাপত্তার মতো ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, জানান খোদ জার্মান মন্ত্রী৷

আট বছর আগে আফগানিস্তানে গিয়েছিলেন উদারপন্থি দল এফডিপির রাজনীতিক জার্মানির বর্তমান উন্নয়ন সাহায্য মন্ত্রী ডির্ক নিবেল৷ ইতোমধ্যে সেখানে ঘটে গেছে অনেক পরিবর্তন, যে পরিবর্তন অনেকাংশের সুখের নয়৷

তিনি বলেন, ‘‘তৎকালিন জার্মান পররাষ্ট্র মন্ত্রী ফিশারের সঙ্গে আট বছর আগে যখন আফগানিস্তানে এসেছিলাম, আমরা হাসিখুশির এক পরিবেশ পেয়েছি৷ আমাদের সেনারা খোলা গাড়িতে টহল দিতে পারত৷ টহলদার সেনারা অপেক্ষাকৃত কম নিরাপত্তার মাঝে পায়ে হেঁটে গ্রামের মধ্য দিয়ে চলাচল করতে পারতো৷ তাদেরকে দেখা হতো অতিথি হিসাবে এবং তারা মানুষের মধ্যে মিশে যেতো৷ কিন্তু এ সব কিছুই এখন বদলে গেছে৷ এখন হুমকি অনেক বেশি৷''

আর তাই উন্নয়ন সাহায্য মন্ত্রী নিবেলের এই সফর হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাঝে৷ সফর কর্মসূচির ব্যাপারেও রাখা হয়েছে গোপনীয়তা৷ তিনি আফগানিস্তানে উপস্থিত হয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং তাঁর সরকারের জন্য স্পষ্ট বার্তা নিয়ে৷

নিবেলের ভাষায়, ‘‘আফগান সরকারকে সঠিক পথে আসতে হবে৷ লন্ডন বৈঠকে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করতে হবে - অর্থাৎ প্রশাসন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাতে হবে নিশ্চিত করতে হবে যে জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের স্বীকৃতি দিচ্ছে৷ বেসামরিক পুর্নগঠনকাজের প্রতি আমাদের অঙ্গীকারবদ্ধতার জন্য এটা জরুরি৷ আমরা তাহলে আফগান বেসামরিক প্রশাসনের হাতে দায়িত্ব তুলে দেয়ার ব্যাপারে সাহায্য করতে পারব৷''

নিবেলের এই সফর জার্মান সরকারের নীতি অবস্থান পরিবর্তনেরই সঙ্কেত তুলে ধরে৷ নতুন নীতিমালার আওতায় আফগানিস্তানের অবকাঠামোগত উন্নয়নের ওপর অনেক বেশি জোর দেয়া হচ্ছে৷ এবং এই খাতে সহায়তার পরিমাণ দ্বিগুন করা হচ্ছে৷ এর পরিমাণ ৪৩০ মিলিয়ন ইউরো৷ এর মধ্যে আড়াইশ মিলিয়ন ইউরো যোগান দেয়া হবে সরাসরি সরকারের উন্নয়ন বাজেট থেকে৷ এই অর্থের বেশিরভাগই ব্যয় হবে উত্তর আফগানিস্তানে৷ যেখানে জার্মান সেনারা কাজ করছে৷ সফরকালে উন্নয়ন সাহায্য মন্ত্রী নিবেল সেই জার্মান সেনা ঘাঁটিও পরিদর্শন করবেন৷ তিনি চান আরও দ্রুত আরও বেশি মানুষের কাছে সাহায্য পৌঁছে যাক এ বং বেসরকারি সাহায্য সংস্থাগুলো জার্মান সেনাবাহিনীর সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠভাবে কাজ করুক৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক