1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১০

২৩ ফেব্রুয়ারি ২০১০

আফগানিস্তানের পূর্বাঞ্চল আর দক্ষিণাঞ্চলে বোমা হামলায় মঙ্গলবার ১০ জন অসামরিক মানুষ নিহত হয়৷ আহত ১৭৷ এই হামলা তালেবান জঙ্গিদেরই কাজ বলে মনে করা হচ্ছে৷ কে বা কারা হামলার লক্ষ্য ছিল তা অবশ্য ঠিক স্পষ্ট নয়৷

https://p.dw.com/p/M9Nq
আন্তর্জাতিক ও আফগান বাহিনীর তৎপরতা সত্ত্বেও এই ধরনের হামলা অব্যাহত রয়েছে (ফাইল চিত্র)ছবি: AP

দক্ষিণের হেলমন্দ প্রদেশের রাজধানী লাশকারগার একটি বাস স্টেশনে সাইকেলে রাখা বিস্ফোরক ফাটলে ৮ জন নিহত এবং ১৬ জন আহত হয়৷ এ খবর দিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদ৷ তিনি জানান, নিহতদের সবাই অসামরিক মানুষ৷ তাঁর ভাষ্য: ‘‘আমরা জানিনা, হামলার লক্ষ্য কী ছিল৷ কেননা বোমা বিস্ফোরণের সময় ঐ এলাকায় কোন নিরাপত্তা বাহিনী বা সরকারি কর্মকর্তা ছিলনা৷''

মুখপাত্র দাউদ আহমাদ এই হামলার জন্য ‘‘আফগানিস্তানের শত্রুরা'' দায়ী বলে উল্লেখ করেন৷ আফগান সরকারের কর্মকর্তারা সাধারণত তালেবান জঙ্গিদের এভাবেই উল্লেখ করে থাকেন৷

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এই হামলার কঠোর নিন্দা করেছেন৷ প্রেসিডেন্টের প্রাসাদ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে: ‘এই হামলা করেছে যারা এবং এই অমানবিক কাজের ষড়যন্ত্র করেছে যারা তারা আফগান জনগণ ও তাদের ধর্মের শত্রু৷''

বর্তমানে ১৫ হাজারেরও বেশি ন্যাটো আর আফগান সৈন্য যে আক্রমণ অভিযান চালাচ্ছে, হেলমন্দ প্রদেশ তার কেন্দ্রবিন্দু৷ ২০০১ সালে তালেবান শাসকদের ক্ষমতাচ্যুত করার পর থেকে এটাই হল বৃহত্তম সামরিক অভিযান৷ হাজার হাজার মার্কিন, ব্রিটিশ ও আফগান সৈন্য লাশকারগার-এর ২০ কিলোমিটার পশ্চিমে নাদ আলি জেলার মারজা শহরটি আবার দখল করে নিয়েছে৷ তবে ঐ এলাকায় সৈন্যরা তালেবান জঙ্গিদের দিক থেকে কিছু প্রতিরোধের মুখোমুখি হচ্ছে৷

ন্যাটোর সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান ও সংযুক্ত বাহিনী এখনও বাংকার বা অন্যান্য শক্ত অবস্থান থেকে ছোটছোট প্রতিরোধের মুখে পড়ছে৷ রাস্তার ধারে পেতে রাখা মাইন, বুবি ট্র্যাপ সংযুক্ত বাহিনীর এগিয়ে যাওয়া ব্যাহত করছে৷

পুবের নানগারহার প্রদেশের সারখ্রুদ জেলায় একটি মোটরবাইকে লুকিয়ে রাখা বোমায় রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটানো হলে আরও দুই অসামরিক ব্যক্তি নিহত হয়৷ আহত হয় একজন৷ এখবর দিয়েছেন প্রাদেশিক পুলিশ কর্মকর্তা আব্দুল গফুর৷ ঐ স্থান দিয়ে আফগান সরকারি কর্মকর্তাদের গাড়ির বহর যাওয়ার সময় হামলা হয়৷ তবে কর্মকর্তাদের কেউ হতাহত হয় নি৷

মঙ্গলবারের এই হামলার ঠিক একদিন আগে একই প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়৷ তাদের প্রায় সবাই অসামরিক মানুষ৷ দক্ষিণের দাই কুন্দি প্রদেশে সোমবার ন্যাটোর এক বিমান হামলায় নিহত হয় ২৭ জন অসামরিক মানুষ৷ তাদের জঙ্গি বলে ভুল করা হয়েছিল৷ এর জন্য আফগানিস্তানে ন্যাটোর শীর্ষ কমান্ডার মার্কিন জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল প্রেসিডেন্ট কারজাই-এ কাছে দুঃখ প্রকাশ করেছেন৷ প্রেসিডেন্টের প্রাসাদে তাঁদের মধ্যে বৈঠক হয় মঙ্গলবার৷ স্থানীয় ভাষায় অনূদিত এক ভিডিওর মাধ্যমে ম্যাকক্রিস্টাল স্থানীয় টিভিতে অসামরিক মানুষদের মৃত্যুর জন্য আফগান জনগণের কাছেও গভীর দুঃখ প্রকাশ করেন৷ জেনারেল ম্যাকক্রিস্টাল প্রতিশ্রুতি দেন, এধরণের ঘটনা যাতে না ঘটে তার জন্য ন্যাটো বাহিনী তাদের চেষ্টা দ্বিগুন করবে৷

প্রতিবেদক: আব্দুল্লাহ আল-ফারূক, সম্পাদনা: সঞ্জীব বর্মন