1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে বিদ্রোহীদের সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠক

২৬ মার্চ ২০১০

আফগানিস্তানে বিদ্রোহী প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন সেদেশে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি স্টাফান দে মিসটুরা৷ কাবুলের একটি হোটেলে দুই পক্ষের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়৷

https://p.dw.com/p/McgF
আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের প্রধান দূত স্টাফান দে মিসটুরা (ফাইল ফটো)ছবি: AP

জাতিসংঘের তৎপরতা

আফগানিস্তানে মোতায়েন বিদেশি বাহিনীর বিরুদ্ধে বর্তমানে তিনটি বিদ্রোহী দল সশস্ত্র যুদ্ধে লিপ্ত রয়েছে৷ এই দলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আফগান যুদ্ধবাজ নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের নেতৃত্বাধীন হেজবি ইসলামি৷ বৃহস্পতিবার এই দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের প্রতিনিধি স্টাফান দে মিসটুরা৷ উল্লেখ্য, কোন আফগান বিদ্রোহী প্রতিনিধি দলের সঙ্গে এই প্রথম পশ্চিমা কোন কূটনীতিক সরাসরি বৈঠক করলেন৷ বৈঠকের ব্যাপারে বিস্তারিত কোন কিছু জানানো হয়নি জাতিসংঘের দপ্তর থেকে৷ তবে এক বিবৃতিতে বলা হয়েছে, স্টাফান দে মিসটুরা প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং তাদের বক্তব্য শোনেন৷ এসময় তিনি ইঙ্গিত দেন যে প্রতিনিধি দলের এই কাবুল সফর আফগান সরকারের শান্তি আলোচনার গুরুত্বকে তুলে ধরেছে৷ এর আগে বুধবার প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ দাউদ আবেদি জানান, ওয়াশিংটন যদি তাদের কথামত আগামী বছর সেনা প্রত্যাহার শুরু করে তাহলে তাঁর দলের নেতারা তালেবানের সঙ্গে সরকারের মধ্যস্থতা করতে রাজি৷

উল্লেখ্য, আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট হামিদ কারজাই বিভিন্ন দলের জ্যেষ্ঠ নেতাদের আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন৷ তিনি এই শান্তি প্রক্রিয়ার নাম দিয়েছেন জিরগা, যা আর কয়েক সপ্তাহ পরেই শুরু হওয়ার কথা৷ এতে তালেবান নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে৷ এই শান্তি প্রক্রিয়া সফল করতে আফগান সরকারের পাশাপাশি জাতিসংঘের পক্ষ থেকেও তৎপরতা চালানো হচ্ছে৷

সতর্ক যুক্তরাষ্ট্র

তবে এই শান্তি প্রক্রিয়ায় তালেবানকে অন্তর্ভুক্ত করার বিষয়ে বেশ সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ওয়াশিংটন এই শান্তি প্রক্রিয়া ও নীচু সারির জঙ্গিদের মূল সমাজে ফিরিয়ে আনার উদ্যোগকে স্বাগত জানালেও একই সঙ্গে বলেছে, তালেবানকে অবশ্যই তাদের অস্ত্র সমর্পণ করতে হবে এবং আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে৷ এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস বলেন, তালেবান শীর্ষ নেতাদের সঙ্গে সমঝোতার উপযুক্ত সময় এখন নয়৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সঞ্জীব বর্মন