1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে ন্যাটো’র বিমান হামলা, নিহত কমপক্ষে ২৭

২২ ফেব্রুয়ারি ২০১০

আফগানিস্তানের দক্ষিণে অবস্থিত উরুজগান প্রদেশে, রবিবার ন্যাটো বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৭ বেসামরিক আফগান নিহত হয়েছে৷ আহত অন্তত ১২ জন৷ আফগান সরকার সোমবার জানিয়েছে এ তথ্য৷

https://p.dw.com/p/M8EW
হেলমন্দ প্রদেশে ইসাফ বাহিনীর সদস্যরাছবি: AP

ন্যাটো'র নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী বা ইসাফ-এর এক বিবৃতিতে জানা যায় যে, উরুজগানে জঙ্গি সন্দেহে এ বিমান হামলা চালায় ন্যাটো৷ অথচ হামলার বলি হয় এলাকার নিরীহ বেসামরিক মানুষ৷ ঘটনাটির তীব্র নিন্দা করেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ শুধু তাই নয়, ভবিষ্যতে এ ধরণের কোন অপারেশনের আগে, ন্যাটো'কে সর্বোচ্চ সতর্কতা নেওয়ার জন্যও অনুরোধ করেন তিনি৷

এদিকে, উরুজগান প্রদেশের গভর্নর সুলতান আলি উরুজগানি জানান, ‘‘রবিবার দাই কুন্ডি এবং উরুজগান প্রদেশে তিনটি যানের একটি বহরে গুলি চালায় ন্যাটো৷ তিনটি বিমানই কান্দাহারের পথে যাচ্ছিল৷'' তিনি জানান, হামলাটি উরুজগান প্রদেশের সীমান্তবর্তী ‘সেরমা' গ্রামের অদূরে ঘটে৷ সে সময় নিহত ব্যক্তিরা দাই কুন্ডি প্রদেশের কেরজান জেলা থেকে তিনটি মিনি বাসে করে কান্দাহারের অভিমুখে যাচ্ছিল৷ এছাড়া, এ ঘটনায় নিহতদের মধ্যে চারজন নারী এবং দুজন শিশু রয়েছে বলেও জানান আলি উরুজগানি৷

Afghanistan / US-Soldaten / Helmand
আফগানিস্তানে তালেবান জঙ্গিদের নির্মূলে মার্কিন সেনা অভিযানছবি: AP

অন্যদিকে, বেসামরিক আফগান নিহত হওয়ার বিষয়টি ইতিমধ্যেই আফগানিস্তান সরকার ও বিদেশি বাহিনীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করেছে৷ উল্লেখ্য গত গ্রীষ্মে, ইসাফ-এর এক বিবৃতিতে ন্যাটো কমান্ডার মার্কিন জেনারেল স্টানলি ম্যাকক্রিস্টাল বলেছিলেন, ‘‘আমাদের মিশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে আফগান জনগণ৷ আমরা এখানে তাদের রক্ষা করতেই এসেছি৷ তাই যেভাবেই হোক, তাদের রক্ষা করা আমাদের কর্তব্য৷''

Generalinspekteur Wolfgang Schneiderhan Bundesverteidigungsminister Karl-Theodor zu Guttenberg ISAF-Kommandeur Stanley McChrystal
জার্মান সশত্র বাহিনীর প্রধান জেনারেল ভল্ফগাং শ্নাইডারহান (ডানে), প্রতিরক্ষামন্ত্রী কার্ল থিওডোর সু গ্যুটেনবার্গ এবং ন্যাটো কমান্ডার জেনারেল স্টানলি ম্যাকক্রিস্টাল (বামে)ছবি: AP

তাই রবিবারের এ ঘটনার পর ন্যাটো কমান্ডার ম্যাকক্রিস্টাল দুঃখ প্রকাশ করলেও, শুধুমাত্র অসাবধানতার কারণে বেসামরিক আফগান হতাহত হওয়ায়, ইসাফ বাহিনীর অভিযানের ওপর আফগানদের আস্থা ও বিশ্বাস - দুই নষ্ট হওয়ার পথে, জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জামারি বাশারি বলেন, ‘‘জঙ্গি আছে সন্দেহ করে ইসাফ বাহিনী কতগুলি বেসামরিক যানবাহন লক্ষ্য করে বোমা বর্ষণ করে৷ আর একমাত্র হামলার পরই দেখা যায় যে, নিহতরা নেহাতই গ্রামবাসী৷ এটা খুবই দুঃখজনক৷''

প্রসঙ্গত, এ হামলার বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসাফ৷ তবে ঘটনাটি হেলমান্দ প্রদেশ থেকে তালেবান জঙ্গিদের নির্মূলের উদ্দেশ্যে নেওয়া সামরিক অভিযান ‘অপারেশন মুশতারাক'-এর অংশ নয় বলেও জানিয়েছে তারা৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক