1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে আত্মঘাতী হানায় নিহত ১৭

৭ জানুয়ারি ২০১১

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এক আত্মঘাতী হানায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৭ জন, আহত ২৩৷ আফগান সীমান্তের কাছে এই হামলা নতুন বছরে তালেবান জঙ্গিদের উপস্থিতি আবারো জানান দিচ্ছে৷ পৃথক হানায় প্রাণ হারিয়েছে তিন ন্যাটো সেনা৷

https://p.dw.com/p/zulk
ফাইল ছবিছবি: picture alliance/dpa

কান্দাহারে বোমা হামলা

কান্দাহারে আত্মঘাতী হামলার লক্ষ্য ছিলেন আফগান সীমান্ত পুলিশের কমান্ডার রমজান৷ শুক্রবার জুম্মার নামাজের কিছু আগে হাম্মামে এই হামলা চালায় জঙ্গিরা৷ এতে রমজান সহ ১৭ জন প্রাণ হারান৷ এক বিবৃতিতে, কান্দাহারের প্রাদেশিক সরকার রমজান-এর নিহত হবার খবর নিশ্চিত করেছে৷ নিহত বাকিরা সবাই বেসামরিক নাগরিক৷ এছাড়া আহতদের ঘটনাস্থলের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

তালেবানের দায় স্বীকার

ইতিমধ্যে তালেবান জঙ্গিরা এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে৷ জঙ্গি গোষ্ঠীর এক মুখপাত্রের বরাতে একাধিক বার্তাসংস্থা দিয়েছে এই খবর৷ তাছাড়া প্রাদেশিক সরকারের বিবৃতিতেও তালেবান জঙ্গিদের প্রতি ইঙ্গিত করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, জনগণের শত্রুরাই এই অমানবিক এবং অনৈসলামিক হামলা চালিয়েছে৷ বলাবাহুল্য, আফগানিস্তানে জনগণের শত্রু হিসেবে তালেবান জঙ্গিদেরই বোঝায় প্রশাসন৷ সংঘাতপূর্ণ কান্দাহারে এধরনের হামলার আশঙ্কা একদিন আগেই প্রকাশ করেছিলেন সেখানকার গোয়েন্দা প্রধান মোহাম্মদ নাইম মোমেন৷ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি জানান, পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়া তালেবান জঙ্গিরা শীতের পর বড় ধরনের হামলার পরিকল্পনা করছে৷

Afghanistan Anschlag 18. Dezember 2010
আফগানিস্তানে বিদেশী সেনা নিহতের ঘটনা দিন দিন বাড়ছেইছবি: AP

তিন ন্যাটো সেনা নিহত

শুক্রবার পৃথক হানায় ন্যাটো নেতৃত্বাধীন আইসাফ বাহিনীর তিন সদস্য প্রাণ হারিয়েছেন৷ এদের মধ্যে একজন নিহত হন আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে৷ ঘরে তৈরি বোমার বিস্ফোরণে তিনি প্রাণ হারান৷ অন্য দুই সেনা প্রাণ হারিয়েছেন আফগানিস্তানের পূর্বাঞ্চলে৷ নিহত সেনাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি আইসাফ৷ তবে এই সেনা মৃত্যুসহ নতুন বছরে আফগানিস্তানে বিদেশি সেনা নিহতের সংখ্যা দাঁড়াল নয়৷ গত বছরও রেকর্ডসংখ্যক ৭১১ জন বিদেশি সেনা প্রাণ হারিয়েছেন সেদেশে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান